Firing At ATM : বুকে নাইন এম এম পিস্তল, বেধড়ক মার! তবুও টলানো গেল না মথুর মোহনকে...

Last Updated:

Firing At ATM : এটিএমে টাকা ভরার সংস্থার পক্ষ থেকে গাড়িতে করে টাকা জমা করতে যাচ্ছিলেন ৪ জন। মাত্র একজন নিরাপত্তা কর্মী ছিলেন। আর সেই সময়, দুটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী পৌঁছয় খড়গপুরের ব্যস্ততম গোলবাজার এলাকায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি এটিএমে টাকা ভরার সংস্থার পক্ষ থেকে গাড়িতে করে টাকা জমা করতে যাচ্ছিলেন ৪ জন। মাত্র একজন নিরাপত্তা কর্মী ছিলেন। আর সেই সময়, দুটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ব্যস্ততম গোলবাজার এলাকায়। প্রথমে গাড়ি লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর, নিরাপত্তা কর্মী মথুর মোহন রায় সহ দুই কর্মী গাড়ি থেকে নামলে আরও ২ রাউন্ড গুলি চালানো হয়।
advertisement
দু-পক্ষের গুলিতে লড়াইয়ে পায়ে গুলি লাগে সোমনাথ সরকার নামে এক কর্মীর। তাতেও ভয় পাননা মথুর মোহন। তাঁর বুকে নাইন এম এম পিস্তল ঠেকালেও তিনি গাড়ির (টাকা যেখানে ছিল) দরজা খোলেননি! বেধড়ক মারধর করা হয় তাঁকে। তবে, মথুর মোহন'কে টলানো যায়নি! এরপর, লোকজন পৌঁছে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে, এক টাকাও লুট করতে পারেনি দুষ্কৃতীরা। আপাতত আহত দুই কর্মীকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছেন খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার। ওই এলাকা থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Firing At ATM : বুকে নাইন এম এম পিস্তল, বেধড়ক মার! তবুও টলানো গেল না মথুর মোহনকে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement