Kaushiki Amavasya 2023: মন্দিরের গর্ভগৃহে জ্বালানো যায় না আলো! কৌশিকী অমাবস্যার অপার মাহাত্ম্য শিহরণ জাগায়

Last Updated:

Kaushiki Amavasya 2023 আজ বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই চলছে বিশেষ পুজো পাঠ ও হোম যজ্ঞের আয়োজন করা হয় দয়াময়ী কালী মন্দিরে। 

+
কৌশিকী

কৌশিকী অমাবস্যা

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের মধ্যে অবস্থিত দয়াময়ী কালী মন্দির। প্রাচীন সৈদাবাদের মধ্যে ১৭৬৬ খ্রিস্টাব্দে কৃষ্ণেন্দু হোতার প্রতিষ্ঠিত করেন শিব মন্দির সহ কালী মন্দির। তবে এই মন্দিরের গর্ভগৃহে ইলেক্ট্রিকের আলো বা বিদ্যুৎ নেই। মোমবাতি ও প্রদীপের আলো জ্বেলেই পুজো চলে সারা বছরই। আজ বৃহস্পতিবার কৌশিকি অমাবস্যা উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই চলছে বিশেষ পুজো পাঠ ও হোম যজ্ঞের আয়োজন করা হয়।
মুর্শিদাবাদ জেলার বৃহত্তম চারচালা মন্দির বলে অনেকে মনে করেন এই কালী মন্দিরটিকে। প্রায় ৪০ ফুট উঁচু এই মন্দিরে প্রবেশপথের সামনের দিকে পোড়ামাটি ও চুন-বালির দুটি উপাদানের সাজসজ্জা রয়েছে। পৌরাণিক দেবদেবী, দশাবতার, লঙ্কাযুদ্ধ ও ফুলবাড়ি নকশা সেখানে আঁকা। এখান থেকে একটু দক্ষিণে ঘাটবন্দরের আগে রয়েছে প্রাসাদোপম বাড়ি সৈদাবাদ হাউস। ভেতরে যেতে না পারলেও অতীত সৈদাবাদের বড় ইমারত সম্বন্ধে ধারণা পাওয়া যায়।
advertisement
আরও পড়ুনঃ সকালে উঠেই চায়ের নেশা! সাংঘাতিক ভুল হচ্ছে প্রতিদিন! এ ভাবে চা পান মৃত্যু মুখে ঠেলে দিতে পারে 
ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। পুরাণ অনুসারে এদিন দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। শাক্ত মতে যাঁরা দেবীর পুজো করেন, তাঁদের জন্য কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তারাপীঠে এ দিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয়। সাধক ব্যামাক্ষ্যাপাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধিলাভ করেছিলেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, কৃষ্ণেন্দু হোতা বাংলা বিহার, ওড়িশার কৃষ্ণনগর রাজবাড়ির নায়েব ছিলেন। যদিও তিনি সাধক ছিলেন। আর তিনি এই মন্দির-সহ মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। প্রাচীরবেষ্টিত একটি অঙ্গনের মধ্যে কতগুলি মন্দির নিয়ে একটি মন্দিরক্ষেত্র হল দয়াময়ী কালীবাড়ি। কৃষ্ণেন্দ্র হোতা ১১৬৬ বঙ্গাব্দে (১৭৫৯ খ্রিস্টাব্দে) দয়াময়ী কালী মন্দির-সহ অন্যান্য মন্দির প্রতিষ্ঠা করেন। অঙ্গনের উত্তর দিকের মন্দিরে দয়াময়ী কালীমূর্তিটি অতীব সুন্দর। দেবী জাগ্রতা বলে সকলে মান্য করেন।
advertisement
আরও পড়ুনঃ OTT প্ল্যাটফর্ম থেকে ১৪৯ টাকা ফেরত চেয়েছিলেন! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী
দক্ষিণমুখী এই মন্দিরটি একটি জোড়বাংলা মন্দির যার উচ্চতা প্রায় ২০ ফুট। মন্দিরের থামে, খিলানে ও সামনের দেওয়ালে পোড়ামাটির অলংকরণ রয়েছে। বারবার সংস্কার হওয়ার ফলে এগুলির প্রাচীনত্ব নষ্ট হয়েছে। এই মন্দির চত্বরের মধ্যে পুব মুখে ছ’টি, পশ্চিম মুখে ছ’টি ও উত্তর মুখে একটি-সহ মোট ১৩টি শিব মন্দির রয়েছে। দয়াময়ীর পশ্চিম দিকে এক চূড়াবিশিষ্ট সুদৃশ্য কতগুলি মন্দির আছে। এইসব মন্দিরে আলাদা কক্ষে রাম-সীতা, রাধাকৃষ্ণ, অন্নপূর্ণা, অর্ধনারীশ্বর পূজিত হচ্ছেন।
advertisement
দয়াময়ী মন্দিরের সামনে দালান মন্দিরে গ্রহরাজ পূজিত হচ্ছেন। দয়াময়ী মন্দির ও ১৩টি শিব মন্দিরে বর্তমানে সংস্কারের কাজ চলছে। এই মন্দির থেকে কাছে বিষ্ণুপুর বিলের ওপর কৃষ্ণেন্দ্র হোতা একটি পাথরের সেতু নির্মাণ করেন যেটি হোতার সাঁকো পরিচিত। ফলে কালীপুজোর শুধু নয় কৌশিকি অমাবস্যাতেও সেজে উঠছে এই মন্দির। চলছে সকাল থেকেই পুজো পাঠ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amavasya 2023: মন্দিরের গর্ভগৃহে জ্বালানো যায় না আলো! কৌশিকী অমাবস্যার অপার মাহাত্ম্য শিহরণ জাগায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement