Kartik Puja: কার্তিক লড়াইয়ের জন্য প্রস্তুত কাটোয়া! দর্শনার্থীদের জন্য শোভাযাত্রার রুটম্যাপ প্রকাশ করল প্রশাসন, জারি বেশ কিছু নির্দেশিকা

Last Updated:

Katwa Kartik Puja 2025: কাটোয়ার নিজস্ব উৎসব হল কার্তিক লড়াই। কার্তিকের শোভাযাত্রাকে এখানে লড়াই বলা হয়। সামনেই কার্তিক পুজো তার আগে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রার রুটম্যাপ-সহ স্মরণিকা প্রকাশ করল জেলা পুলিশ প্রশাসন। দেওয়া হল বেশ কিছু নির্দেশিকা।

কাটোয়ার কার্তিক লড়াইয়ের শোভাযাত্রার রুটম্যাপ
কাটোয়ার কার্তিক লড়াইয়ের শোভাযাত্রার রুটম্যাপ
কাটোয়া, পূর্ব বর্ধমান, রণদেব মুখোপাধ্যায়: দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার কাটোয়াবাসী মাততে চলেছেন কার্তিক লড়াইয়ে। যা দেখতে প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী জড়ো হন এই শহরে। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। কাটোয়ার কার্তিক লড়াইয়ের শোভাযাত্রার রুটম্যাপ-সহ স্মরণিকা প্রকাশ করল জেলা পুলিশ প্রশাসন। এছাড়াও শোভাযাত্রায় অংশগ্রহণকারী ক্লাবগুলির জন্য রয়েছে বেশ কিছু নির্দেশিকা।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কাটোয়ার সংহতি প্রেক্ষাগৃহে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এদিন গত বছরের কাটোয়ার কার্তিক পুজো এবং দাঁইহাটের রাস কমিটির উল্লেখযোগ্য প্রতিমা, প্যান্ডেল এবং আলোকসজ্জায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পুজো কমিটির কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার-সহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
আরও পড়ুনঃ নার্সিং পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! জয়নগরে খুলল উন্নতমানের নার্সিং ইনস্টিটিউট, কী কী কোর্স? কবে থেকে ভর্তি?
এদিন শোভাযাত্রার রুটম্যাপ প্রকাশ করে প্রশাসনের তরফ থেকে পুজো উদ্যোক্তাদের উৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার আবেদন করা হয়। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
কাটোয়ার নিজস্ব উৎসব হল কার্তিক লড়াই। কার্তিকের শোভাযাত্রাকে এখানে লড়াই বলা হয়। শোভাযাত্রাতে অংশগ্রহণ করে কাটোয়া শহরের বহু ক্লাব। কার্তিক লড়াই দেখতে শুধু পূর্ব বর্ধমানই নয় আশেপাশের জেলা থেকেও লক্ষাধিক দর্শনার্থীরা ভিড় জমান এখানে।
আরও পড়ুনঃ বাংলার ‘ড্রাগন’ কাঁপাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট! বিঘাতে ১৫০ কেজি ফলন, ‘এই’ বিদেশি ফল চাষে আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা
এবছর কার্তিক লড়াইয়ের দিন শতাধিক অফিসার-সহ প্রায় ১২০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। যাতে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা না হয়। এছাড়া শোভাযাত্রার রুটে থাকছে সিসি ক্যামেরা। সর্বক্ষণ পুলিশ কন্ট্রোলরুম থেকে নজরদারি চালাবে বলে প্রশাসন জানিয়েছে এদিন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Puja: কার্তিক লড়াইয়ের জন্য প্রস্তুত কাটোয়া! দর্শনার্থীদের জন্য শোভাযাত্রার রুটম্যাপ প্রকাশ করল প্রশাসন, জারি বেশ কিছু নির্দেশিকা
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement