কাটোয়া : কাটোয়া শহরের ভেতর থেকে সরল পাইকারি ফল, সবজির বাজার। পাইকারি বাজার সরিয়ে নিয়ে যাওয়া হল শহরের বাইরে। শহরকে যানজট মুক্ত করতে পাইকারি আনাজ বাজার সরানো হল। কাটোয়া শহরের বদলে এসটিকে রোডের ধারে আরএমসিতে রবিবার থেকে আনাজ শাকসবজি ও ফলের পাইকারি বাজার বসছে। পুরসভা ও মহকুমা প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি কাটোয়ার বাসিন্দারা।
এতদিন কাটোয়ার স্টেশন বাজারে রাস্তার ওপর পাইকারি বাজার বসত। সেখানে ট্রাক দাঁড় করিয়ে পাইকারি আনাজ নামানো হতো। তার ফলে ব্যাপক যানজট হচ্ছিল। সেই সমস্যা মেটাতেই শহরের বাইরে পাইকারি সবজি আনাজ ও ফলের বাজার সরিয়ে নিয়ে যাওয়া হল বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা।
প্রায় ৩০ বছর ধরে কাটোয়া রেলগেটের কাছে স্টেশন বাজারে রাস্তা দুধারে পাইকারি বাজার বসছিল। ষাট সত্তর জন পাইকারি ব্যবসায়ী রয়েছেন এখানে। রোজ ভোর চারটে থেকে এখানে এই বাজার বসতো। কাটোয়া মহকুমার নানা প্রান্তের চাষিরা তো বটেই পূর্বস্থলী, সমুদ্রগড়,নদিয়া থেকেও চাষিরা আসেন। নটা পর্যন্ত সেই বাজার চলত। এই পাইকারি বাজার থেকেই সবজি ফল কিনে নিয়ে যেতেন খুচরো ব্যবসায়ীরা।
আরও পড়ুন : অব্যবহৃত বাসনে ছাতা পড়ে গিয়েছে? ঘরোয়া টোটকায় তুলে ফেলুন সহজেই
শহরের বাসিন্দারা বলছেন, " সকালের ব্যস্ত সময় রাস্তা জুড়ে পাইকারি বাজার বসায় যানজট লেগেই থাকছিল। তাতে অন্যান্য ব্যবসারও ক্ষতি হচ্ছিল। কারণ রেলগেট পেরিয়ে স্টেশন বাজার যেতে সময় নষ্ট হচ্ছিল অনেকটাই। আরএমসি তে বাজার সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত সঠিক।"
আরও পড়ুন : পাতলা ঝোল জলদি ঘন করতে হবে? আপনার রান্নাঘরে হাতের কাছেই আছে সহজ উপায়
জানা গিয়েছে, শহরের বাইরে আর এম সি তে পাইকারি বাজার সরিয়ে নিয়ে যাওয়ার দাবি ছিল অনেক দিন ধরেই। সেখানে এই বাজারের পরিকাঠামো রয়েছে। পণ্যবাহী গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এই নিয়ে প্রশাসন ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে। সেই বৈঠকেই বাজার সরানোর সিদ্ধান্ত নেয়া হয়।আরএমসিতে ব্যবসায়ীদের স্থায়ী ঘর দেয়া হয়েছে। পাইকারি ব্যবসায়ীরাও এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।