Kartik Puja 2024: কার্তিকের ছোট ছোট মূর্তির ব্যাপক চাহিদা এবার বাজারে! দাম কত উঠল জানেন?

Last Updated:

Kartik Puja 2024: শহরের বিভিন্ন ছোট ছোট দশকর্মা দোকানে ছোট ছোট কার্তিক বিক্রি হচ্ছে। দাম কত উঠল জানেন?

+
ছোট

ছোট কার্তিক ঠাকুর

মুর্শিদাবাদ: কার্তিক পৌরাণিক দেবতা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্রসন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় যে শুধু পুত্রসন্তান লাভ হয় তা কিন্তু নয়। কার্তিক পুজো করলে সংসারে সমৃদ্ধি আসে এবং শ্রীবৃদ্ধিও হয় বলে প্রচলিত বিশ্বাস।
শুক্র ও শনিবার কার্তিক পুজো। এমনকী তারপরেও আছে নবান্ন উৎসব। গ্রাম বাংলাতে নবান্ন কার্তিক পুজোর আয়োজন করা হয়ে থাকে। যার কারণে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বিভিন্ন ছোট ছোট দশকর্মা দোকানে ছোট ছোট কার্তিক বিক্রি হচ্ছে। ১২০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকা পর্যন্ত এই কার্তিক ঠাকুর বিক্রি করা হচ্ছে। যা কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ।
advertisement
পুরাণ মতে, তারকাসুর বধের জন্যই জন্ম হয়েছিল কার্তিকের। তারকাসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে দেবতারা দ্বারস্থ হয়েছিলেন দেবাদিদেবের। প্রার্থনা ছিল একটি পুত্রসন্তান যেন দেবতাদের উপহার দেন শিব। এরপরে শিব গিয়েছিলেন তাঁর স্ত্রী দেবী পার্বতীর কাছে। কথিত আছে মিলনকালে মহাদেবের তেজ (বীর্য) পৃথিবীতে এসে পড়ে।
advertisement
আরও পড়ুন: ওজন কমিয়ে এখন একেবারে ছিপছিপে বিদ্যা বালন, কীভাবে হল? জানুন নায়িকার ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ ডায়েট
পৃথিবী ওই তেজ ধারণ করতে না পেরে নিক্ষেপ করে অগ্নিতে। অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে তা গঙ্গায় নিক্ষেপ করে। সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও শরবনে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয়। জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন।
advertisement
আরও পড়ুন: শারীরিক মিলনের ঠিক আগে ও পরে কি প্রস্রাব করা উচিত? জানুন চিকিৎসকের মত! ‘এই’ ভুলেই নষ্ট কত পরিবার
কার্তিকের অনেক নাম রয়েছে অম্বিকেয়, কৃত্তিকাসুত, কুমার, দেব সেনাপতি, গৌরী সুত, শক্তিপানী ইত্যাদি নামেও পরিচিত। পুরান অনুসারে কার্তিকের গায়ের রং হলুদ বর্ণের। কার্তিকের বাহুন ময়ূর। তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামেই পরিচিত। কার্তিকের নাকি ছয় মাথা তাই তাঁকে ষড়ানন বলা হয়। কার্তিকের হাতে থাকে ধনুক তীর বর্ষা, যেহেতু তিনি দেব সেনাপতি। তাই বাড়িতে এই দেব সেনাপতির আরাধনা করার জন্য বিক্রি হচ্ছে ছোট ছোট প্রতিমা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Puja 2024: কার্তিকের ছোট ছোট মূর্তির ব্যাপক চাহিদা এবার বাজারে! দাম কত উঠল জানেন?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement