Birbhum News: হারিয়ে যাচ্ছে 'বহুরূপী'রা, বোলপুরের রাস্তায় ঘুরে ঘুরে অভিনব উদ্যোগ কর্ণাটকের শিল্পীর
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: বর্তমান প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া বহুরূপী শিল্পকে বাঁচিয়ে রাখতে বিরাট উদ্যোগ জানুন বিস্তারিত
বীরভূম, সৌভিক রায়: বহু চর্চিত বাংলা সিনেমা বহুরূপী যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিনেমা। তবে বাস্তবে অত্যাধুনিক যুগে প্রায় হারিয়ে যেতে বসেছে এই পেশা। আজ থেকে বছর দুই আগে এই পেশা ঘিরে জুটেছে উপেক্ষা, ‘ভিখারি’ তকমাও। কিন্তু সম্প্রতি এই ‘বহুরূপী’ শিল্পকে বাঁচিয়ে রাখতে নানান ভাবে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার এর পাশাপাশি বহু সেচ্ছাসেবী সংস্থা। আর ঠিক সেই কথা মাথায় রেখে বাংলার বহুরূপী শিল্পকে বাঁচিয়ে রাখতে সুদূর কর্নাটক থেকে লাল মাটির জেলা বীরভূমের বোলপুরে এসেছেন বহুরূপী শিল্পী পরমেশ যোলাড।
তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতনের রাস্তায় ঘুরে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের মধ্যে বার্তা দিচ্ছেন। আজ থেকে বছর দশ পিছিয়ে গেলে সেই সময় গ্রামেগঞ্জে এই পেশার জনপ্রিয়তা ছিল বহুগুণ। তবে বর্তমানে এই পেশা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে বিশেষ করে শহরতলীর কাছে ধোঁয়াশাই মোরা এক অজানা গল্প। অনেকে জানেনই না কী এই বহুরূপী পেশা। যদিও আজ থেকে কয়েক বছর আগে বীরভূমের লাভপুরের বিষয়পুর গ্রামে এক সময় বহুরূপীদের বাস ছিল। গোটা গ্রামের প্রায় ৮০ শতাংশ পুরুষেরা এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
মূলত ব্যাধ সম্প্রদায়ই এই পেশা নিজেদের জীবন-জীবিকা নির্বাহের জন্য করতেন। আনুমানিক প্রায় শতবর্ষ ধরে ‘বহুরূপী’ পেশায় ছিলেন বিষয়পুর গ্রামের ব্যাধ সম্প্রদায়ের মানুষ। কিন্তু কালেরক্রমে সেই পেশা প্রায় বিলুপ্তির পথে। আগের মতন উপার্জন নেই সেই কারণেই এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বর্তমান যুবসমাজ।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
বর্তমানে সেই এলাকার হাতেগোনা কয়েকটি পরিবারের মানুষ বহুরূপী সেজে দিনভর রাস্তায় ঘুরে ঘুরে অভিনয় করে এই পেশা বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। এর ফলস্বরূপ এই পেশার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজ থেকে কয়েকবছর পরে আদতে কী এই পেশা বেঁচে থাকবে! এই অবস্থায় বহুরূপী শিল্পকে বাঁচিয়ে রাখতে একটি সংস্থার উদ্যোগে শান্তিনিকেতনে হাজির হয়েছেন কর্নাটকের শিল্পী পরমেশ যোলাড। তিনি জানান বহু বছর থেকে পেশায় বহুরূপী শিল্পী, পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ছবিও এঁকে থাকেন। বিভিন্ন সাজে তিনি শান্তিনিকেতনের রাস্তায় ঘুরছেন। এমনকী, লাভপুরের বিষয়পুর গ্রামেও গিয়েছেন তিনি। পথচলতি মানুষকে আনন্দ দিচ্ছেন নিজের শিল্পকর্ম এর মধ্যে দিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2025 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: হারিয়ে যাচ্ছে 'বহুরূপী'রা, বোলপুরের রাস্তায় ঘুরে ঘুরে অভিনব উদ্যোগ কর্ণাটকের শিল্পীর







