Kapilmuni Ashram: বারবার ভাঙনে কতটা সুরক্ষিত কপিলমুনির আশ্রম? বিশেষ বার্তা প্রশাসনের

Last Updated:

Kapilmuni Ashram: সাগরের বিডিও কানাইয়া কুমার রায় বলেন, মন্দির থেকে এখনও ৫০০ মিটার দূরে রয়েছে সমুদ্র‌‌। স্নান ঘাটের কাছে কংক্রিটের রাস্তায় যেখানে ভাঙন দেখা দিয়েছে সেখানে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে

+
কপিলমুনি

কপিলমুনি আশ্রম 

গঙ্গাসাগর: চলতি মাসে জলোচ্ছ্বাসের জেরে ভেঙেছে কপিলমুনির আশ্রমের সামনের সমুদ্রতট। এরপর পূর্ণিমার কোটালে ফের জলোচ্ছ্বাসের কারণে ভেঙে যায় কপিলমুনির মন্দির সংলগ্ন কংক্রিটের পথ। পরপর এই দুটি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। যদিও সামনের সমুদ্রতট এবং রাস্তায় ভাঙন দেখা দিলেও সুরক্ষিত রয়েছে কপিলমুনির আশ্রম, এমনটাই জানিয়েছে সাগর ব্লক প্রশাসন।
সাগরের বিডিও কানাইয়া কুমার রায় বলেন, মন্দির থেকে এখনও ৫০০ মিটার দূরে রয়েছে সমুদ্র‌‌। স্নান ঘাটের কাছে কংক্রিটের রাস্তায় যেখানে ভাঙন দেখা দিয়েছে সেখানে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাঙন রোধের জন্য ২৬ জুলাই উচ্চ পর্যায়ের একটি কমিটি এলাকা পরিদর্শন করবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাঙন রোধের জন্য দীর্ঘদিন চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
advertisement
advertisement
২০২৩ সালে গঙ্গাসাগর মেলা শুরুর আগে মন্দিরের সামনে ভাঙন রুখতে সেচ দফতর প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে টেট্রাপড প্রকল্পের কাজ করেছিল।কিন্তু বছর ঘোরার আগেই তা সমুদ্রের গ্রাসে চলে গিয়েছে। ফের মন্দির প্রাঙ্গণের কাছাকাছি সমুদ্রের ভাঙন আটকাতে ২০২৪ সালে গঙ্গাসাগর মেলার আগে কোটি টাকা খরচ করে পাইলট প্রকল্প করেছিল সেচ দফতর। কিন্তু তা-ও সফল হয়নি। তবে মন্দির সুরক্ষিত রয়েছে বলে বার্তা প্রশাসনের। ভাঙন রুখতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে‌ প্রশাসনের পক্ষ থেকে। যার ফলে কিছুটা হলেও খুশি স্থানীয় বাসিন্দারা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kapilmuni Ashram: বারবার ভাঙনে কতটা সুরক্ষিত কপিলমুনির আশ্রম? বিশেষ বার্তা প্রশাসনের
Next Article
advertisement
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
  • জেলায় জেলায় শীতের আমেজ

  • আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা?

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement