Kanthi Tmc Candidate: অধিকারীদের বিরুদ্ধে লড়াই, কাঁথির অধিকার বুঝে নিতে 'উত্তম'-প্রার্থী বাছাই মমতার!

Last Updated:

Kanthi Tmc Candidate: দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েই ‘অধিকারী পাড়ায়’ প্রচারে নেমেছিল কাঁথির তৃণমূল কংগ্রেস কর্মীরা।

সৌমেন্দুর বিরুদ্ধে উত্তম
সৌমেন্দুর বিরুদ্ধে উত্তম
কাঁথি: কেন্দ্রের নাম কাঁথি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি যে কাঁথিতে, যে কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে খোদ শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে, সেই কাঁথি থেকে উত্তম বারিককে প্রার্থী করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা পড়ার জন্য অবশ্য অভিষেককে বেছে নিয়েছিলেন তিনি। সেই তালিকাতেই দেখা যায়, কাঁথি থেকে প্রার্থী হয়েছেন উত্তম বারিক।
দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েই ‘অধিকারী পাড়ায়’ প্রচারে নেমেছিল কাঁথির তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রার্থী ঘোষণা ছিল না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তাই অধিকারী পাড়ায় প্রচারে নেমেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
আর এদিন কাঁথির চৌরঙ্গি মোড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা উল্লাসে মাতেন। পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়। তারপর বাজি ফাটিয়ে মেতে ওঠেন তাঁরা। এক তৃণমূল কর্মী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য লোককে বেছে নিয়েছেন। উত্তম বারিক সবসময় গরিব মানুষদের সুখ-দুঃখের সঙ্গে থাকেন।” অপর এক কর্মী বলেন, “কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন, তিনি হচ্ছেন আমাদের ভগবান। কারণ রাত-দিন, নানা প্রয়োজনে যখন উত্তমবাবুকে ডাকি উনি, সাড়া দেন। যে কোনও বিপদে পড়লে সাহায্য় করেন ৷”
advertisement
এদিকে, কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তবে সবথেকে বড় কথা তিনি রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু রায়। আর যে আসন থেকে তিনি বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়ালেন সেই আসনেই এতদিন ছিলেন তাঁরই বাবা শিশির অধিকারী। তবে, তিনি ছিলেন তৃণমূলের সাংসদ। এবার ছেলে এবার দাঁড়িয়েছেন বিজেপির হয়ে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kanthi Tmc Candidate: অধিকারীদের বিরুদ্ধে লড়াই, কাঁথির অধিকার বুঝে নিতে 'উত্তম'-প্রার্থী বাছাই মমতার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement