Murshidabad News: জাতীয় স্তরে ক্যারাটেতে পদক জয়, ঘরে ফিরতেই শুভেচ্ছায় ভাসল কান্দির অরিত্র
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad News: ৬৮তম ন্যাশনাল স্কুল গেমসে সাফল্য মিলল ক্যারাটাতে। ক্যারাটে বিভাগে মিলল ব্রোঞ্জ। মুর্শিদাবাদ জেলা থেকে ২জন অংশগ্রহণ করেন এবং রাজ্যে স্তর থেকে ১২জন অংশগ্রহণ করেন।
মুর্শিদাবাদ: ৬৮তম ন্যাশনাল স্কুল গেমসে সাফল্য মিলল ক্যারাটাতে। ক্যারাটে বিভাগে মিলল ব্রোঞ্জ। মুর্শিদাবাদ জেলা থেকে ২জন অংশগ্রহণ করেন এবং রাজ্যে স্তর থেকে ১২জন অংশগ্রহণ করেন। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া পঞ্জাব শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত ক্যারাটে বিভাগে ব্রোঞ্জ জয় করে বাড়ি ফিরলেন অরিত্র বাগ্দী। অনুর্ধ ১৪ ক্যারাটে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় গত ১২ই ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানাতে।
মুর্শিদাবাদ জেলার কান্দি শহর নিবাসী অরিত্র বাগ্দী পড়াশুনোতে মেধাবী যেমন ঠিক তেমনই ক্যারাটেতেও পারদর্শী ছোট থেকেই। কান্দি মোহনবাগান ময়দানে নিত্যদিন চলে তার প্রশিক্ষণ। প্রশিক্ষক মহম্মদ আজাহারউদ্দিন, তার হাতেই প্রশিক্ষণ নেন প্রতিদিন। ইতিমধ্যেই বাড়ি ফিরে আসতেই তার খেলার মাঠে তাকে সংবর্ধনা জানানো হয়। পাঞ্জাব শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত এই স্কুল গেমসে ফেডারেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন বিষয়ের উপর খেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক স্কুল গেমসে। তবে অনুর্ধ ১৪ বছর ক্যারাটেতে জাতীয় স্তরে খুদের এই সাফল্যে হতেই খুশি সকলেই।
advertisement
বর্তমানে ছাত্র ও ছাত্রীদের তাদের মানসীক বিকাশ ও দৈহিক বিকাশ ঘটানোর জন্য এই প্রশিক্ষণ নিয়ে থাকে। ফলে শতাধিক ছাত্র ও ছাত্রীরা অংশ গ্রহণ করেছিলেন এই ক্যারাটে প্রতিযোগিতায়। ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রকাশ করেছেন ছাত্র ও ছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ Vinod Kambli: গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি! ভর্তি হাসপাতালে, আশঙ্কামুক্ত নন প্রাক্তন ভারতীয় প্লেয়ার!
advertisement
ক্যারাটের উৎপত্তি ভারতে হলেও সেই ভাবে এই দেশে বিকাশ ঘটেনি। তবে ক্যারাটেতে এগিয়ে গেছে চীন বা কোরিয়া। তাই বর্তমানে ছাত্র ও ছাত্রীদের নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ অনেকেই সময় উপযোগী বলে মনে করছেন শিক্ষকরা।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 9:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: জাতীয় স্তরে ক্যারাটেতে পদক জয়, ঘরে ফিরতেই শুভেচ্ছায় ভাসল কান্দির অরিত্র