Kalpataru Utsab: 'কল্পতরু উৎসব' পালন কামারপুকুরে, শ্রী রামকৃষ্ণের জন্মস্থানে পুণ্যার্থীদের ঢল

Last Updated:

Kalpataru Utsab: ১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু  হন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর থেকেই এই দিনটিতে 'কল্পতরু উৎসব উদযাপিত হয় দক্ষিণেশ্বর কালীবাড়ি, কাশীপুর উদ্যানবাটিতে থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজরিত সব জায়গায়।।

+
মঠ 

মঠ 

কামারপুকুর: ১৮৮৬ সালের ১ জানুয়ারি কল্পতরু হন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর থেকেই এই দিনটিতে ‘কল্পতরু উৎসব উদযাপিত হয় দক্ষিণেশ্বর কালীবাড়ি, কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু করে কামারপুকুর মঠ ও মিশনে। কল্পতরু উৎসব’কে কেন্দ্র করে ভক্তদের ভিড় মঠে। নতুন বছর ফের ছন্দে ফিরল গোটা এলাকা। সোমবার ভোররাত থেকেই মঠের গেটের সামনে লাইন পড়ে যায় পুণ্যার্থীদের। ঢল নামে দর্শনার্থীদের। চলছে বিশেষ মঙ্গলারতি, পুজোপাঠ-সহ ছিল আধ্যাত্মিক অনুষ্ঠান।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১ জানুয়ারি কাশীপুরের বাগানবাড়িতে ‘কল্পতরু’ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ভক্তদের উদ্দেশে দেন। তারপর থেকেই বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত মানুষ ও প্রতিষ্ঠান গুলির তরফে ‘কল্পতরু উৎসব’ উদযাপিত হয়। মানুষের বিশ্বাস, কল্পতরু উৎসবের দিন পরমহংস দেবের কাছে মন থেকে চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। প্রতিবারই বছরের শুরুতেই ব্যাপক ভক্ত সমাগম হয় কামারপুকুরে। ‘কল্পতরু উৎসবে’ যোগ দেন বহু মানুষ। দিনভর চলে হোম-যজ্ঞ ও পুজোপাঠ। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
advertisement
কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ জানান , ১ জানুয়ারি, ২০২৪ সাল। এই দিনটি সাধু ও ভক্তবৃন্দের কাছে বিশেষ দিন। আজকের এই দিনটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কাশিপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। এই সময় এমন একটা ভাব ধারণ করেছিলেন, যে যা প্রার্থনা করেছিলেন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, সবই তিনি দান করেছিলেন।
advertisement
advertisement
সারা বছর ধরেই আমাদের কাছে কল্পতরু হিসেবে তিনি বিরাজমান। আমাদের তিনি আশীর্বাদ করে যাচ্ছেন, অভয় প্রদান করে যাচ্ছেন। ধর্ম, অর্থ, মুক্তি সমস্তই দান করে যাচ্ছেন। তাই কামারপুকুর মাঠে আমরা এই দিনটি পালন করছি।”
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalpataru Utsab: 'কল্পতরু উৎসব' পালন কামারপুকুরে, শ্রী রামকৃষ্ণের জন্মস্থানে পুণ্যার্থীদের ঢল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement