কালনা: সমকামীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা।
সমকামী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন! অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী সুশান্ত বারুই (২১) নামে এক সমকামী যুবকের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন এলাকায়।
মৃতের পরিবারের দাবি, বিষ খেয়ে আত্মহত্যা করেনি তাঁদের ছেলে। এর পিছনে অন্য রহস্য আছে। মঙ্গলবার দুপুরে কালনা মহকুমা হসপিটালে মৃতদেহ ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন- মাধ্যমিক ইংরেজিতে ভয়েস চেঞ্জের ভয় কাটান, শেখালেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক
কালনা থানার অন্তর্গত শাসপুর দিঘির পশ্চিম পাড় এলাকার বাসিন্দা সুশান্ত বারুই, গুপ্তিপাড়ার মিরডাঙ্গা কলোনির বাসিন্দা শংকর ঢালির সঙ্গে তিন বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন।
কালনার সরস্বতী পুজো উপলক্ষে কাশ্মীর থেকে শংকরের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া আকিব খান নামের একটি যুবক শঙ্করের বাড়িতে আসে। যা মেনে নিতে পারিনি শঙ্করের পার্টনার সুশান্ত বারুই।
কয়েকদিন আগে তাঁদের মধ্যে এই নিয়ে ঝামেলাও হয়েছিল। মঙ্গলবার সকালে গুপ্তিপাড়া স্টেশনের কাছে গিয়ে তিনি বোতল পরিষ্কার করার পাউডার খেয়ে নেন। তার পরই সুশান্ত শংকরকে ফোনে সে কথা জানায়।
আরও পড়ুন- নিজের বিয়ে নিজেই রুখল নাবালিকা, পাচ্ছে সাহসিকতার পুরস্কার
এর পরই শংকর বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি তাঁকে কালনা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সুশান্তের পরিবারের দাবি, বিষ খেয়ে মৃত্যু কথা সামনে আনা হচ্ছে যা সত্য নয়। এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।