বর্ষায় নতুন বিপদ, কালনায় ঘরে ঘরে রোগী...! তড়িঘড়ি বিশেষ ব্যবস্থা হাসপাতালে
- Published by:
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
কালনা সুপার স্পেশালিটি বিল্ডিং এর প্রথম তলায় পুরুষ রোগীদের জন্য আলাদা ফিভার ওয়ার্ড চালু করা হয়েছে। মহিলা মেডিসিন বিভাগের ৪ নম্বর ঘরকে পরিণত করা হয়েছে মহিলা ফিভার ওয়ার্ডে।
বনোয়ারীলাল চৌধুরী, কালনা: জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বর্ষা শুরু হতেই পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা এলাকায় জ্বরের প্রকোপ বাড়তে শুরু করেছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে কালনা মহকুমা হাসপাতালে নতুন করে আলাদা ফিভার ওয়ার্ড চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ আগস্ট থেকে কালনা সুপার স্পেশালিটি বিল্ডিং এর প্রথম তলায় পুরুষ রোগীদের জন্য একটি আলাদা জ্বরের ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি, মহিলা মেডিসিন বিভাগের ৪ নম্বর ঘরকে পরিণত করা হয়েছে পূর্ণাঙ্গ মহিলা ফিভার ওয়ার্ডে। এই উদ্যোগের ফলে এখন জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত এবং বিশেষ নজর দিয়ে চিকিৎসা করা সম্ভব হচ্ছে।
advertisement
advertisement
বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩৮ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের শরীরে ডেঙ্গি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং চারজন ম্যালেরিয়ায় আক্রান্ত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অধিকাংশ রোগীর উপসর্গ হিসেবে জ্বর, মাথা ঘোরা ও বমির মতো লক্ষণ দেখা যাচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান, জ্বরের প্রকোপ এখন অনেকটাই বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই কম বেশি নতুন করে রোগী আসছেন। সেই কারণেই আমরা জ্বরের জন্য আলাদা ওয়ার্ড খুলেছি, যাতে রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 9:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ষায় নতুন বিপদ, কালনায় ঘরে ঘরে রোগী...! তড়িঘড়ি বিশেষ ব্যবস্থা হাসপাতালে