Kalna Ferry Service: ভিড়ে গাদাগাদির দিন শেষ...! চালু হল নতুন লঞ্চ পরিষেবা, পুজোর আগে খুশির খবর বর্ধমানের এই শহরে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Kalna Ferry Service: আগে দুটি লঞ্চ পরিষেবা থাকলেও, তা প্রায়শই ভিড়ের চাপে সমস্যার মুখে পড়ত। নতুন এই পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের যাতায়াতে অনেকটাই স্বস্তি মিলবে বলে আশা প্রকাশ করেছেন ঘাট কর্তৃপক্ষ।
কালনা: পূর্ব বর্ধমানের কালনা ফেরিঘাটে পরিবহন দফতরের উদ্যোগে চালু হল একটি নতুন লঞ্চ পরিষেবা। আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা এসডিপিও রাকেশ চৌধুরী, পৌরপতি আনন্দ দত্ত, উপ পৌরপতি তপন পড়েল সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দ। এ নিয়ে বর্তমানে কালনা ফেরিঘাটে মোট তিনটি লঞ্চ পরিষেবা চালু রইল।
এর আগে দুটি লঞ্চ পরিষেবা থাকলেও, তা প্রায়শই ভিড়ের চাপে সমস্যার মুখে পড়ত। নতুন এই পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের যাতায়াতে অনেকটাই স্বস্তি মিলবে বলে আশা প্রকাশ করেছেন ঘাট কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের ওই ঘাট কর্তৃপক্ষের তরফে উজ্বল সাহা বলেন, “আমাদের দুটি লঞ্চ ছিল, এটা নিয়ে তিনটে হল। এর ফলে আমাদের এবং যাত্রীদের অনেক সুবিধা হবে।”
advertisement
advertisement
এছাড়াও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, পুজোর আগে এই নতুন লঞ্চ চালু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কালনার ঐতিহ্যবাহী মহিষমর্দিনী পুজো ঘিরে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। অতিরিক্ত লঞ্চ পরিষেবা থাকলে চাপ অনেকটাই কমবে এবং পরিষেবার গুণগত মানও বজায় থাকবে।” এই বিষয়ে মহকুমা শাসক শুভম আগরওয়াল জানান, “পরিবহন দফতরের সহযোগিতায় আজ একটি নতুন লঞ্চ পরিষেবা চালু হল।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনে আরও একটি লঞ্চ পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। সেই পরিষেবা চালু হলে যাত্রী সুবিধা আরও বৃদ্ধি পাবে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই পরিষেবা শুধু যাতায়াতই সহজ করবে না, বরং বাণিজ্যিক দিক থেকেও উপকৃত হবে এলাকাটি।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 4:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Ferry Service: ভিড়ে গাদাগাদির দিন শেষ...! চালু হল নতুন লঞ্চ পরিষেবা, পুজোর আগে খুশির খবর বর্ধমানের এই শহরে