কালনা: দুঃস্থ বাসিন্দাদের চোখের আলো ফিরিয়ে দিতে উদ্যোগী হলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার। বেশ কয়েক জনের চোখের অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন তিনি।
পুরসভা থেকে পাওয়া সাম্মানিকের অর্থে তিনি এই বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে। কালনা পুরসভার কাউন্সিলরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাসিন্দারা।
কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা বলে অস্ত্রোপচারের ব্যবস্থা করেছেন তিনি। বাসিন্দাদের যাতায়াতের জন্য করেছেন গাড়ির ব্যবস্থাও।
আরও পড়ুন- নাটকই ভরসা, তার মাধ্যমেই অ্যাডিনো ভাইরাস রোধের বার্তা দিল পড়ুয়ারা
টাকার অভাবে চোখের অপারেশন করাতে পারছিলেন না দুঃস্থ ১৬ জন বাসিন্দা। তাঁরা কালনা শহরেই বাস করেন। সেই ১৬ জন মানুষের পাশে দাঁড়ালেন কালনা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বসু।
পুরসভা থেকে পাওয়া নিজের অনারিয়ামের টাকা থেকে ওই ১৬ জন বাসিন্দাকে কলকাতা পাঠালেন চোখের অপারেশন করাতে। তাদের যাতায়াতের খরচ বহন করছেন কাউন্সিলর। নিয়মিত তাঁদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগও রেখে চলেছেন তিনি।
জানা গিয়েছে, কালনা ছোট দেওরি বাজার এলাকায় বেশ কয়েকদিন আগে একটি চোখের ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে ১৫৬ জন পুরুষ মহিলার চোখের পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা করতে গিয়ে ১৬ জন বাসিন্দাকে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন- পাঠ্য পুস্তকের পাশাপাশি শিক্ষা দেবে স্কুলের দেওয়ালও, অভিনব উদ্যোগ শিক্ষকদের
তাঁদের চোখের অপারেশনের প্রয়োজন বলে জানান ওই ক্যাম্পের ডাক্তার। যে ১৬জনের চোখের অপারেশন করাতে হবে বলা হয়েছিল, তাঁরা প্রত্যেকেই দুঃস্থ। তাঁদের পক্ষে যাতায়াত বা অস্ত্রোপচারের খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।
অনেকে তাই অস্ত্রোপচার না করানোর সিদ্ধান্ত এক রকম নিয়েই ফেলেছিলেন। সেই খবর পান কালনা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সন্দীপ বসু। তিনি সবাইকে অস্ত্রোপচার করিয়ে দেওয়ার আশ্বাস দেন। এর পর তিনি কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন।
মঙ্গলবার সকালে এই ১৬ জন বাসিন্দার কলকাতা যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে তাদের অপারেশনের জন্য পাঠান। কাউন্সিলরের এই উদ্যোগে খুশি চোখের সমস্যায় ভুগতে থাকা ওই বাসিন্দা ও তাঁদের আত্মীয়রা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।