Nadia News: পাঠ্য পুস্তকের পাশাপাশি শিক্ষা দেবে স্কুলের দেওয়ালও, অভিনব উদ্যোগ শিক্ষকদের
- Published by:Rachana Majumder
Last Updated:
ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক খেলার জন্য রয়েছে শব্দ নিয়ে খেলার ছক। সম্পূর্ণ বিদ্যালয় রয়েছে রংবেরঙের চিত্র দিয়ে মোড়া।
নবদ্বীপ: স্কুলে গিয়ে শুধু পাঠ্যপুস্তকই নয়, শ্রেণিকক্ষের দেয়ালও শিক্ষা দেয় ছাত্র-ছাত্রীদের। ঠিক তেমনই এক নিদর্শন পাওয়া গেল নদিয়ার নবদ্বীপ থানার অন্তর্গত বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় প্রবেশ করতেই শ্রেণিকক্ষের দেওয়ালে আঁকা রয়েছে রংবেরঙের একাধিক চিত্র। কোথাও রয়েছে ঋষি মনীষীদের ছবি এবং তাঁদের বাণী, কোথাও রয়েছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বাইরে ও মনোরঞ্জন করার জন্য বিভিন্ন পছন্দের কার্টুন চরিত্র, কোথাও রয়েছে বিভিন্ন ধরনের আদিবাসী চিত্র, এছাড়াও রয়েছে পাঠ্যপুস্তক এর বিভিন্ন বিষয় নিয়ে দেয়ালে আঁকা চিত্র। ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক খেলার জন্য রয়েছে শব্দ নিয়ে খেলার ছক। সম্পূর্ণ বিদ্যালয় রয়েছে রংবেরঙের চিত্র দিয়ে মোরা।
advertisement
advertisement
এর ফলে বাচ্চাদের প্রতিদিন স্কুলে আসতে যেমন একঘেয়েমি দূর হয় তেমনি এই সমস্ত চিত্র দিয়ে তারা শিখতে পারে নানা অজানা বিষয়। শুধুমাত্র বইয়ের পড়ার থেকেও প্রতিনিয়ত দেওয়ালে একা চিত্র দিয়ে তারা নিতে পারে সাধারণ জ্ঞান। এ বিষয়ে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন শেখ আমাদের জানান, সরকার থেকেই একটি প্রজেক্ট রয়েছে যার নাম 'ওয়াল ওয়ার্ক'। যেকোনো নতুন শ্রেণিকক্ষ তৈরি করা হলে সেই শ্রেণিকক্ষে বিভিন্ন ধরনের বিষয়ের উপর চিত্র আঁকা হয়ে থাকে বর্তমানে। যার ফলে ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তকের পাশাপাশি সেই সমস্ত চিত্র থেকেও বিভিন্ন সাধারণ জ্ঞান নিতে পারে। প্রত্যন্ত গ্রামের এই স্কুল বর্তমানে পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলিকেও।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 6:03 PM IST