এগরা: অ্যাডিনো ভাইরাসের সচেতনতার বার্তা দিল এগরা কলেজের একদল পড়ুয়ারা। রাজ্য তথা দেশজুড়ে চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস। দিকে দিকে অ্যাডিনোর পাশাপাশি জ্বর, সর্দি ও কাশি নিয়ে ছয় মাস থেকে ১২ বছরের শিশুরা আক্রান্ত হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। করোনার পরে নতুন করে অ্যাডিনো ভাইরাসে আতঙ্কিত গোটা রাজ্য তথা দেশ। দিনে দিনে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবুও চারিদিকে অসচেতনতার ছবি।
অ্যাডিনো ভাইরাস রোধে সচেতনতার বার্তা দিতে পথ নাটকের আয়োজন করল এগরা কলেজের একদল ছাত্র ছাত্রী। কলেজ পড়ুয়াদের পাশাপাশি এগরা শহরের সাধারণ মানুষদের সচেতন করতে তাদের এই আয়োজন। এগরা কলেজের জাতীয় সেবা যোজনা ও প্রাক্তনী সংসদের উদ্দোগে এগরা শহরের বিভিন্ন জায়গায় নাটকের মাধ্যমে অ্যাডিনো ভাইরাস নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন:'পালিয়ে যাও, ইডি আসছে!' অয়নের মোবাইলে মেসেজ পাঠানো রহস্যময়ী কে? শুরু খোঁজ
অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের বার্তা দিতে এগরা শহরে সচেতনতা প্রচার চালায় এগরা সারদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্যা বিভাগের একদল ছাত্র ছাত্রী। পথনাটক পরিবেশ করেন তাঁরা। তুলে ধরেন এই ভাইরাসের ক্ষতিকারক দিক। বাচ্চাদের মাস্ক পরা, সামাজিক দূরত্ব অবলম্বন করা, পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়ানোর বার্তা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলী জানান, 'অ্যাডিনো ভাইরাস রোধে নাটক বিভাগের এই উদ্যোগ সফল হবে আশা করছি।'
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adenovirus