Kalna News: ভয়ানক কাণ্ড! শপথ নিতে গিয়ে আত্মহত্যার চেষ্টা কাউন্সিলরের!

Last Updated:

Kalna: হঠাত্ করেই দোতলার রেলিংয়ে উঠে ঝাঁপ দিতে গেলেন কাউন্সিলর। কারণটা কী?

#কালনা: যত কাণ্ড কালনায়! শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে সভাকক্ষের দোতলার লন থেকে নিচে লাফ মেরে আত্মহত্যার চেষ্টা করলেন নব নির্বাচিত কাউন্সিলর। এমনই ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কালনায়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। উপস্থিত অনেকেই মোবাইল ফোনে সেই ছবি তুলেছিলেন। সেই ছবি এখন হাতে হাতে ঘুরছে।
অন্যান্য কাউন্সিলররা তাঁকে নিরস্ত্র করেন। ফলে দুর্ঘটনা কিছু ঘটেনি। জানা গিয়েছে, ওই কাউন্সিলরের নাম অনিল বসু। তিনি কালনার দশ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। এদিন দলের নির্দেশ অমান্য করে তপন পোড়েলকে পুর প্রধান হিসেবে বেছে নেন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা। তা নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গেও তাঁকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। এরপরই ঝাঁপ দিতে উদ্যত হন ওই কাউন্সিলর।
advertisement
আরও পড়ুন- বিয়ে হলেও স্ত্রী জন্ম দিতে পারবেন না সন্তান, প্রেগন্যান্ট স্ত্রীকে পেটে লাথি!
গোলমাল দেখে পুর প্রধানকে শপথ বাক্য পাঠ না করেই সভাকক্ষ ছাড়েন মহকুমা শাসক। অন্যদিকে দলের নির্দেশ মানতে হবে এই দাবিতে অনুগামীদের নিয়ে পথ অবরোধ করেন বিধায়ক অলোক মাঝি। সব মিলিয়ে চরম অচলাবস্থা তৈরি হয়েছে কালনায়।
advertisement
advertisement
আজ কালনার পুরশ্রী সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কাউন্সিলরদের একটা বড় অংশ তপন পোড়েলকে চেয়ারম্যান করার এই দাবি তোলেন। তা কার্যকর করতে তারা একজোট হন। সেই খবর বাইরে আসতেই তৃণমূলের জেলা যুব সভাপতি তথা বিধায়ক মাঝি অনুগামীদের নিয়ে অবস্থান-বিক্ষোভে বসেন।
আরও পড়ুন- দলের পছন্দ খারিজ! বিজেপি-র সমর্থনে চেয়ারম্যান বাছাই, তুলকালাম খড়ার পুরসভায়
সভাকক্ষের ভেতরে বারো জন কাউন্সিলর তপন পোড়েলকেই পুর প্রধান হিসেবে নির্বাচন করেন। তা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছয়। মন্ত্রী স্বপন দেবনাথ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ চরম উত্তেজিতভাবে তাঁকে কথাবার্তা বলতে দেখা যায়। ধস্তাধস্তিও হয় কয়েক জনের সঙ্গে। এরপরই রেলিংয়ে উঠে লাফ দিতে উদ্যত হন ওই কাউন্সিলর। এক্কেবারে লাফ দিয়ে রেলিংয়ে উঠে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে টেনে নামান অন্যান্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna News: ভয়ানক কাণ্ড! শপথ নিতে গিয়ে আত্মহত্যার চেষ্টা কাউন্সিলরের!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement