২০১৬ সালের ১লা জানুয়ারি প্রথম খুন কালনার চেনম্যানের, জেরায় উঠল আরও চাঞ্চল্যকর তথ্য...

Last Updated:
#কালনা: কয়েক মাস আগে মোটেই নয়, চেনম্যানের খুনে হাতেখড়ি সেই ২০১৩ সালে। ওই বছর জানুয়ারিতেই দুই মহিলাকে খুন করে। জেরায় স্বীকারোক্তি ধৃত চেনম্যান কামরুজ্জামান সরকারের। তাকে নিয়ে মঙ্গলবার পুনর্নির্মাণ করে পুলিশ।
কয়েকমাস আগে থেকে নয়, কালনার চেনম্যানের প্রথম খুন ৬ বছর আগে। পুলিশি জেরায় কামরুজ্জামান সরকার জানিয়েছে,সে প্রথম খুন করে ২০১৩ সালের পয়লা জানুয়ারি। কালনার ধাত্রীগ্রামে৷ এর কয়েকদিন পরেই, ২৭ জানুয়ারি আবার খুন। এবার মন্তেশ্বরের এক মহিলাকে৷ ওই বছরই খুনের উদ্দেশ্যে কালনার নেতাকুলিতে সে ফের হামলা চালায়। কোনওক্রমে বেঁচে যান মহিলা। কিন্তু, একই কায়দায় বেছে বেছে মহিলাদের খুনের কারণ কী? কী উদ্দেশ্যে খুন? এ নিয়ে এখনও ধন্দে পুলিশ। চেনম্যান কামরুজ্জামানের বাড়িতে তল্লাশি চালিয়ে আগেই মোবাইল ফোন, ইমিটেশন গয়না পেয়েছে পুলিশ।
advertisement
advertisement
এবার মিলেছে চুরি করা সোনার গয়না বন্ধক রাখার তিরিশটি রশিদ। তা হলে কি চুরির লক্ষ্যে খুন? কিন্তু, চুরিই যদি লক্ষ্য হবে তা হলে মৃতদেহের সঙ্গে সহবাস কেন? মৃতদেহের যৌনাঙ্গকে ক্ষতবিক্ষত করা কেন?এ সব প্রশ্ন উঠছে বলেই খুনের উদ্দেশ্যে নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। মঙ্গলবার চেনম্যানকে নিয়ে তাঁরা পুনর্নির্মাণে বের হন। তাকে নিয়ে যাওয়া হয় কালনার গোয়ারা মল্লিকপাড়ায়। গত ২২ মে, এখানেই এক মহিলাকে সে খুন করেছিল। চেনম্যানকে হাতের সামনে পেয়েক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
advertisement
ফেরার সময় গোয়ারা মোড়ে একটি লোহা লক্করের দোকানের সামনে পুলিশকে দাঁড় করায় চেনম্যান। জানায়, ওই দোকান থেকে সে দুবার চেন কিনেছিল। পুলিশ তাকে জেরা করে জানতে চাইছে, আরও কোনও হামলা বা খুন সে করেছে কি না। বোঝার চেষ্টা করছে, কেন বছরের পর বছর ধরে এরকম অপরাধ সে করেছে?
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২০১৬ সালের ১লা জানুয়ারি প্রথম খুন কালনার চেনম্যানের, জেরায় উঠল আরও চাঞ্চল্যকর তথ্য...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement