Kaliganj Assembly By Election: উপনির্বাচনের ফল প্রকাশের দিনই ভয়াবহ ঘটনা কালীগঞ্জে, তুমুল বোমাবাজি! মৃত্যু ১০ বছরের নাবালিকার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kaliganj Assembly By Election: কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। আজ ফলপ্রকাশ।
সমীর রুদ্র, নদিয়া: কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু ১০ বছরের নাবালিকার। ভোট পরবর্তী হিংসায় বোমার আঘাতে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ বিধানসভার মোলান্দি গ্রামে। মৃতের নাম তামান্না খাতুন (১০)। অভিযোগ ভোটের ফল প্রকাশ হতেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজি করে। সেই সময় ওই নাবালিকা বোমার আঘাতে গুরুতর জখম হয়। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ (Kaliganj By Election Result) ছিল। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। শেষমেশ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রত্যাশিত ভাবেই বড় জয় পেল শাসক দল তৃণমূল কংগ্রেস৷
নির্বাচন কমিশন এখনও সরকারি ভাবে ফল ঘোষণা না করলেও কালীগঞ্জ কৃষ্ণনগরের তৃণমূলের জয় একরকম নিশ্চিত৷ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জ থেকে ৪৯,৭৫৫ ভোটে জয়ী হয়েছেন৷
advertisement
advertisement
কালীগঞ্জে জয়ের জন্য দলের নেতা কর্মী এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, ইতিমধ্যেই কালীগঞ্জে ভোট গণনা সম্পন্ন হয়েছে৷ কিন্তু তারই মাঝে ঘটে গেল ভয়াবহ ঘটনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaliganj Assembly By Election: উপনির্বাচনের ফল প্রকাশের দিনই ভয়াবহ ঘটনা কালীগঞ্জে, তুমুল বোমাবাজি! মৃত্যু ১০ বছরের নাবালিকার