জীবনের ফেলে আসা স্মৃতিগুলো ফিরে পেতে চান! আরও একবার উলটাতে চান স্মৃতির পাতা! তাহলে আসতেই হবে আসানসোলের 'এই' জায়গায়

Last Updated:

Kali Puja 2025: জীবনের ফেলে আসা স্মৃতিগুলো আবার নতুন করে ফিরে পেতে চান! আবার নতুন করে বাঁচতে চান সেই সমস্ত স্মৃতিগুলোতে! তাহলে আপনাকে আসতেই হবে আসানসোলের বার্নপুর প্রান্তিক ক্লাবের কালী পুজো মণ্ডপে।

+
আসানসোলের

আসানসোলের কালিপুজোর থিম

বার্নপুর, পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজা: জীবন মানেই একটা খেলা ঘর। এখানে জন্ম থেকে মৃত্যু সবাই এক চক্রে আবদ্ধ। এই জীবন চক্রে বিভিন্ন কাজকর্ম করে থাকে অনেকেই। সেই সমস্ত কাজ বা কর্ম জীবনে কখনও আনন্দের কখনও বেদনার স্মৃতি হয়ে থেকে যায়। যে গুলো ফেলা দেওয়ার মতো নয়। এবার আপনার জীবনে অতীতে ফেলে আসা বিভিন্ন স্মৃতিকে রোমন্থন করতে চাইলে আপনাকে আসতে হবে আসানসোলের এই জায়গায়।
জীবনে ফেলে আসা স্মৃতিগুলো যদি আবার ফিরে পাওয়া যেত তাহলে মনে হয় আপনি সেই সময়ে ফিরে যেতেন। কিন্তু কখনও সেটা সম্ভব হয়ে উঠে না। এবার সম্ভব হবে পশ্চিম বর্ধমানের আসানসোলের এই পুজো মণ্ডপে। কোনও দিন হয়ত আপনার পাড়ার মোড়ে চায়ের দোকানে চা খেয়েছেন, পুরনো দিনের গরুর গাড়িতে চড়েছেন গ্রামের মেঠো পথে। এই সমস্ত স্মৃতি যা আপনার মন ভাল করে তুলবে।
advertisement
আর পড়ুনঃ উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি সাহসিকতার সঙ্গে জয়! ৮ জন ফাইটারকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী, রিভিউ মিটিংয়ের মঞ্চে সম্মানিত
প্রান্তিক ক্লাবের সাধারণ সম্পাদক সুখেন্দু দাস বলেন, ‘প্রত্যেক বছর শ্যামা পুজোতে আমাদের এই থিমের পুজো দেখতে ভিড় করেন দূর দূরান্তের মানুষ। এ বছরও ভাল ভিড় হবে। আমরা এখানে পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। বাউল গান থেকে শুরু করে বাংলা ব্যান্ড, লোকাল শিল্পীদের অনুষ্ঠান থাকে’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ স্বাভাবিক ছন্দে ফিরলেও কার্শিয়াংয়ের ‘এই’ এলাকা এখনও বিচ্ছিন্ন! তালা ঝুলছে সব হোমস্টেতেই, মাথায় হাত মালিকদের, খাবে কী!
পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুর প্রান্তিক ক্লাব। তাঁদের শ্যামা পুজো এই বছর ৭২’তম বর্ষে পদার্পণ করছে। থিমের ভাবনা ‘জীবন সেতুর স্মৃতিময় কাঠামো’। প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে ফুটিয়ে তোলা হচ্ছে এই থিম। দর্শনার্থীরা মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন একটি অন্যরকম ভাবনায় ফুটিয়ে তোলা থিমের পুজো। বিশেষ করে জীবন চক্রে অতীতে ফেলে আসা বিভিন্ন স্মৃতিকে রোমন্থন করা যাবে। এখানে যেমন আপনি এখানে দেখতে পাবেন রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে কোনও ব্যক্তি, গ্রামের মহিলারা রাস্তার কলে জল ভরছেন, বা কোনও মন্দিরে গিয়েছেন। এছাড়াও আরও অনেক কিছু।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমগ্র পুজোর মণ্ডপটি ফুটিয়ে তুলতে লাগছে বাঁশ, বাটাম। পাশাপাশি ফোমের উপরে বিভিন্ন রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে জীবনের স্মৃতি। কর্কেট টিনের উপরে সেই আর্টের কাজগুলো লাগানো হবে। তাই স্বাভাবিকভাবেই এই পুজোর মণ্ডপের থিম দর্শনার্থীদের মন কাড়বে এমনটাই আশাবাদী পুজো উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জীবনের ফেলে আসা স্মৃতিগুলো ফিরে পেতে চান! আরও একবার উলটাতে চান স্মৃতির পাতা! তাহলে আসতেই হবে আসানসোলের 'এই' জায়গায়
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement