পুরুলিয়ায় কালীর ভাসান-জট, সাড়ে ৩ মাস ঠায় দাঁড়িয়ে কালী
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার কী হাইকোর্টের নির্দেশে গঙ্গা পাবে কালী?
#পুরুলিয়া: হাইকোর্টের নির্দেশে কি এবার গঙ্গা পাবে কালী? পুরুলিয়ার ভাগাবাঁধে সাড়ে ৩ মাস ঠায় দাঁড়িয়ে মাতৃসেবক সংঘের কালীপ্রতিমা। জলাশয় মালিকের তীব্র আপত্তিতে আটকে যায় ভাসান। ক্লাবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা ঠোকেন জলাশয় মালিক। অবিলম্বে প্রতিমা সরানোর নির্দেশ দিয়েছে আদালত।
কালীপুজো মিটে গিয়েছে সেই কবে। কিন্তু কালী জল পায়নি। সাড়ে তিন মাস ঠায় দাঁড়িয়ে কালীপ্রতিমা। পুরুলিয়ার ভাগাবাঁধে মাতৃসেবক সংঘের প্রতিমা এখনও বিসর্জন হয়নি। এবার কী হাইকোর্টের নির্দেশে গঙ্গা পাবে কালী?
কালীপ্রতিমার ভাসান-জট
- শান্তি দে-র জমিতে অনেক বছর ধরে কালীপুজো করে মাতৃ সেবক সংঘ
advertisement
- শান্তি দে-র জলাশয়েই প্রতিমা ভাসান দেওয়া হত
advertisement
- এবার তাঁর জলাশয়ে ভাসানে বাধা দেন শান্তি দে
- শান্তি দে-র অভিযোগ, অনুমতি ছাড়াই জোর করে তাঁর জমিতে পুজো করা হচ্ছে
অভিযোগ, পুরুলিয়া সদর থানাকে বলেও লাভ হয়নি। জলাশয় মালিক শান্তি দে মাতৃ সেবক সংঘের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। এসব টানাপোড়েনের জেরে পাক্কা সাড়ে তিন মাস কালীপ্রতিমা থেকে যায় অস্থায়ী মণ্ডপেই। উলটে নিত্যপুজোও শুরু হয়ে যায়। শেষমেশ, শুক্রবার হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হয়। হাইকোর্টের নির্দেশ, অবিলম্বে ওই কালীপ্রতিমা সরিয়ে ফেলতে হবে। পুলিশি ব্যবস্থাপনার খরচ বইতে হবে মামলাকারীকেই।
advertisement
এই নিয়ে ভাগাবাঁধ পাড়ার মাতৃসেবক সংঘ কোনও মন্তব্য করতে চায়নি। সূত্রের খবর, পালটা মামলা করেছেন ক্লাবের সদস্যরাও ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2020 1:37 PM IST