Kacha Badam: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে শিখছিলেন চালাতে, এ কী হল কাঁচা বাদাম খ্যাত ভুবনের

Last Updated:

Kacha Badam: সম্প্রতি জানিয়েছিলেন, আর বাদাম বিক্রি করবেন না তিনি (Bhuvan Badyakar)।

হাসপাতালে ভুবন বাদ্যকর।
হাসপাতালে ভুবন বাদ্যকর।
#সিউড়ি: তাঁকে সকলেই চেনে। জীবন অনেক পাল্টে গিয়েছে তাঁর (Bhuvan Badyakar)। তিনি এখন বিখ্যাত। রোজই লোকের আনাগোনা লেগে রয়েছে, তাঁর সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকে। সেলফি তুলছেন, গান গাইতে (Kacha Badam) বলছেন, রেকর্ড করছেন। ভোটের প্রচারেও তাঁকে দেখা যাচ্ছে সর্বত্র। সেই ভুবন বাদ্যকর (Bhuvan Badyakar) হঠাৎই পড়লেন বিপদের মুখে।
খবর পাওয়া গিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকর । সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালানো শিখতে গিয়েই আঘাত পান তিনি । পড়ে গিয়ে আঘাত লাগে বুকে। বর্তমানে বীরভূমের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ভর্তি তিনি ।
সম্প্রতি জানিয়েছিলেন, আর বাদাম বিক্রি করবেন না তিনি (Bhuvan Badyakar)। তাঁর দাবি, তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন আর এখন যখন বাদাম বিক্রি করতে যান, তাঁর চারপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। বাদাম বিক্রি করা সম্ভব হয় না, সেই কারণে এ বার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি। বোলপুরে এর মধ্যেই বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামীদিনে আবারও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেওয়া হবে তাঁদের পক্ষ থেকে।
advertisement
advertisement
সেই অনুষ্ঠান থেকেই ভুবন বাদ্যকর (Bhuvan Badyakar) বলেন, তিনি আর বাদাম বিক্রি করতে চান না, তিনি গান করতে চান। ভূবনের বাড়িতে গিয়ে এ দিন সংস্থার পক্ষ থেকে টাকা তুলে দেন সদস্যরা। শিল্পের দাম পেয়ে খুশি তিনিও। এর আগে তাঁকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা গিয়েছে, তিনি যে গান গেয়েছিলেন, সেই গান বিক্রি করে বিপুল অঙ্কের টাকা উপার্জন করছেন অনেকে, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। যাই হোক, সামান্য হলেও কিছু অর্থ তিনি এ বার পেলেন।
advertisement
কলকাতার একটি পাবেও তাঁকে দেখা গিয়েছিল সম্প্রতি। তা নিয়ে বিস্তর আলোচনা হয়। ট্রোলের মুখেও পড়েন তিনি।
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kacha Badam: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে শিখছিলেন চালাতে, এ কী হল কাঁচা বাদাম খ্যাত ভুবনের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement