Mamata Banerjee writes to Narendra Modi on Ukraine: ইউক্রেন সঙ্কটে কেন্দ্রের পাশে আছেন, মোদিকে চিঠি দিয়ে আশ্বাস মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সবশেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, বর্তমান সঙ্কটের পরিস্থিতিতে দেশ হিসেবে ভারতের অবস্থান আরও দৃঢ় করার জন্য প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকার কথা বিবেচনা করা উচিত (Ukraine Crisis)৷
#কলকাতা: ইউক্রেন ইস্যুতে (Ukraine Crisis) কূটনৈতিক ভাবে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, তার পাশে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিয়ে এই বার্তাই দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে সর্বদলীয় বৈঠক ডাকারও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এর পাশাপাশি ইউক্রেনে (Ukraine) আটক ভারতীয়দের দ্রুত উদ্ধারেও রাজ্য যে সবরকম ভাবে কেন্দ্রের পাশে থাকবে, সেই আশ্বাসও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জাতীয় স্বার্থে যাবতীয় রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখেই কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আন্তর্জাতিক এই সঙ্কটের মুহূর্তে আমাদের যাবতীয় রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ দেশ হিসেবে আমরা নিজেদের তুলে ধরব৷ যাতে আমাদের দেশের সম্মান অটুট থাকে৷ আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যে নীতি অনুসরণ করে চলি, তা যাতে স্থিতিশীল থাকে, সেই কারণেই আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি৷ আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় একজন সিনিয়র মুখ্যমন্ত্রী এবং জাতীয় দলের নেত্রী হিসেবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে আমাদের এই দীর্ঘদিনের রীতিকেই মেনে চলার কথাই আমি আপনাকে জানাতে চাই৷'
advertisement
একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, ভারত স্বাধীনতার পর থেকেই আন্তর্জাতিক শান্তির পক্ষে এবং আগ্রাসন, অনুপ্রবেশ, হস্তক্ষেপের বিরোধিতা করে এসেছে৷ বর্তমান সঙ্কটের পরিস্থিতি কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী এই বিষয়গুলি মাথায় রাখবেন বলেও আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
সবশেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, বর্তমান সঙ্কটের পরিস্থিতিতে দেশ হিসেবে ভারতের অবস্থান আরও দৃঢ় করার জন্য প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকার কথা বিবেচনা করা উচিত৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে শান্তিপূর্ণ সমাধানের পথ নিয়েই সামনে আসা উচিত বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 3:09 PM IST