Loksabha Election 2024: জেলে জ্যোতিপ্রিয়! এখন কে সামলাবে বনগাঁর সংগঠন...লোকসভাকে সামনে রেখে বড় সিদ্ধান্ত তৃণমূলের

Last Updated:

তার আগে পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকই জেলা সভাপতি ছিলেন। গোটা জেলাজুড়ে তাঁর প্রভাব ছিল সর্বজনবিদিত। যে কোনও ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন তিনি। মতুয়া ভোট তৃণমূলের অনুকূলে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা মানেন দলের অনেকে।

দক্ষিণবঙ্গ: নজরে বনগাঁ লোকসভা কেন্দ্র। ২০১৯ সালে লোকসভায় এই আসনে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে রাজ্য জুড়ে ভাল ফল করলেও, হাতছাড়া হয় বনগাঁ লোকসভা আসনের একাধিক বিধানসভা আসন। এই পরিস্থিতিতে এই আসন হাতছাড়া কর‍তে চাইছে না শাসক দল। তাই লোকসভাকে লক্ষ্য রেখে এখন থেকেই জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস।
২০০১ সালে জ্যোতিপ্রিয় গাইঘাটার বিধায়ক হওয়ার পর থেকে এই জেলায় তাঁর প্রভাব বাড়তে থাকে। দলের জেলা পর্যবেক্ষক ও জেলা সভাপতির পদ সামলেছেন দীর্ঘ দিন ধরে। ২০২১ সালে বিধানসভা ভোটের পরে উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে তৃণমূলে আলাদা চারটি (বনগাঁ, বারাসত, বসিরহাট এবং দমদম-ব্যারাকপুর) সাংগঠনিক জেলা তৈরি হয়।
আরও পড়ুন: পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
তার আগে পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকই জেলা সভাপতি ছিলেন। গোটা জেলাজুড়ে তাঁর প্রভাব ছিল সর্বজনবিদিত। যে কোনও ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন তিনি। মতুয়া ভোট তৃণমূলের অনুকূলে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকার কথা মানেন দলের অনেকে।
advertisement
advertisement
আরও পড়ুন: সংসদ কাণ্ডে কলকাতা কানেকশন! বাংলার ছেলের কাছে কী ভাবে এল ঘটনার প্রথম ভিডিও? ঘনাচ্ছে রহস্য
কিন্তু, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কয়েক মাসের মধ্যে লোকসভা ভোট। জ্যোতিপ্রিয় কবে জেল থেকে ছাড়া পাবেন, তা নিশ্চিত নয়। জেলা নেতাদের নিয়ে বৈঠক করে কমিটি গড়ে দিয়েছেন দলনেত্রী মমতা।
advertisement
কমিটিতে জায়গা পেয়েছেন নারায়ণ গোস্বামী, তাপস রায়, নুরুল ইসলাম, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, বীণা মণ্ডল, পার্থ ভৌমিক, সুজিত বসু। এরা এখন নজর দিচ্ছেন বনগাঁ লোকসভা কেন্দ্রে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Loksabha Election 2024: জেলে জ্যোতিপ্রিয়! এখন কে সামলাবে বনগাঁর সংগঠন...লোকসভাকে সামনে রেখে বড় সিদ্ধান্ত তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement