Parliament Security Breach: সংসদ কাণ্ডে কলকাতা কানেকশন! বাংলার ছেলের কাছে কী ভাবে এল ঘটনার প্রথম ভিডিও? ঘনাচ্ছে রহস্য

Last Updated:

নীলাক্ষ কলকাতার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ, এনজিও-র সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে৷ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকায় মানুষের উন্নয়নের জন্য কাজ করে সেই সব এনজিও। কয়েক মাস আগে এনজিও-র অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন ললিত। সূত্রের খবর, সেখানেই নীলাক্ষর সঙ্গে পরিচয় হয় ললিতের৷

কলকাতা: শান্তশিষ্ট ছেলে৷ ভদ্র৷ পড়াশোনাতেও ভাল৷ প্রতিবেশীরাই জানাচ্ছেন সেই কথা৷ কিন্তু, হালিসহর মফস্সলের সেই ছেলে নীলাক্ষ আইচের নাম জড়িয়ে গেল এবার বুধবারের সংসদ ‘হামলা’র ঘটনার সঙ্গে৷ কারণ, সংসদের ঘটনার পরে প্রথম তাঁর মোবাইলেই ঘটনার ভিডিও পাঠিয়েছিলেন সংসদ কাণ্ডের অন্যতম চক্রী ললিত ঝা৷ কিন্তু, কেন? নীলাক্ষের কাছ থেকে এখন সেই কথাই জানতে চাইছেন গোয়েন্দরা৷
গত বুধবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন দুপুর ১টা নাগাদ লোকসভার সাংসদের বেঞ্চের উপরে দর্শকাসন থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি৷ অপর জন ভিজিটার্স গ্যালারি থেকেই ওড়াচ্ছিলেন হলুদ ধোঁয়া৷ ঠিক সেই সময় সংসদ ভবনের বাইরেও লাল ও হলুদ ধোঁয়া উড়িয়ে বিক্ষোভ দেখানোর সময় গ্রেফতার হন এক মহিলা সহ ২ জন৷ গতকালের ঘটনায় সংসদ চত্বর থেকেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ৷ পরে রাতের দিকে গ্রেফতার হন বিক্রম নামের আরেক যুবক৷
advertisement
পুলিশ সূত্রের খবর, গতকাল সংসদে নীলম, সাগর, ডি মনোরঞ্জনেরা যা ঘটাচ্ছিলেন, তার ভিডিয়ো তুলেছিলেন এই ললিত৷ সেই ভিডিও তিনি সর্বপ্রথম হালিসহরের নীলাক্ষ আইচকে পাঠান বলে সূত্রের খবর৷
advertisement
আরও পড়ুন: পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
নীলাক্ষ কলকাতার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ, এনজিও-র সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে৷ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকায় মানুষের উন্নয়নের জন্য কাজ করে সেই সব এনজিও। কয়েক মাস আগে এনজিও-র অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন ললিত। সূত্রের খবর, সেখানেই নীলাক্ষর সঙ্গে পরিচয় হয় ললিতের৷
advertisement
অন্যদিকে, ললিতও স্বেচ্ছাসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেন বলে সূত্রের খবর৷ বছর দেড়েক আগে পর্যন্ত ২১৮, রবীন্দ্র সরণি ঠিকানার বাড়িতে ঘর ভাড়া নিয়ে টিউশনও পড়াতেন৷ যদিও ওই ঠিকানায় রাত্রিবাস করতেন না ললিত ঝা৷ দিনের অধিকাংশ সময় টিউশন পড়িয়ে বেরিয়ে যেতেন৷ ওই ঘরেতে টিউশন ছাড়া অন্য কোনও সন্দেহজনক কাজকর্ম হত কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
advertisement
ললিতের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে নীলাক্ষর সঙ্গে হোয়াটস অ্যাপে প্রায় নিয়মিত যোগাযোগ রাখতেন ললিত৷ এই নীলাক্ষর সঙ্গে কথা বলে বর্তমানে ললিতের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ৷ গোয়েন্দাদের অনুমান, পলাতক ললিত ঝা এবং ধৃত ডি মনোরঞ্জনই গত বুধবারের সংসদ কাণ্ডের মূল কারিগর ছিলেন৷ নীলাক্ষের বাবার অবশ্য দাবি, তাঁর ছেলের সঙ্গে দিল্লির সংসদ কাণ্ডের কোনও সম্পর্ক নেই৷
advertisement
আরও পড়ুন:‘ভগৎ সিং’-এর ভক্ত! পেশায় বেকার…এবার সামনে পার্লামেন্ট কাণ্ডের ৬ চক্রীর যোগসূত্র
গতকাল সংসদের ভিতর থেকে গ্রেফতার করা হয় সাগর শর্মা এবং ৩৫ বছরের ডি মনোরঞ্জনকে৷ সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত অবস্থায় গ্রেফতার হন নীলম সিং ওরফে নীলম আজাদ এবং অমল শিণ্ডে৷ বাকি দু’জনের মধ্যে বিক্রমকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ৷ ললিত ঝা এখনও ফেরার৷
advertisement
নীলম হরিয়ানার হিসারের বাসিন্দা। অমল মহারাষ্ট্রের লাতুরের। সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি কর্ণাটকের৷ তবে দু’জনে আলাদা শহরের থাকেন। বিক্রমের বাড়ি গুরুগ্রামে৷ সূত্রের খবর, এদিনের ঘটনার আগে বিক্রমের গুরুগ্রামের বাড়িতেই ছিলেন এই ৬ জন৷ সেখানেই এই গোটা ঘটনার ব্লু প্রিন্ট তৈরি হয়৷ পুলিশ জানাচ্ছে, এই ৬ জনই সোশ্যাল মিডিয়া গ্র্রুপ ‘ভগৎ সিং ফ্যানক্লাবের সদস্য’৷ গত ৪ বছর ধরে এঁদের মধ্যে যোগাযোগ রয়েছে৷ গত ৩ মাস ধরে এঁরা এই পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাকে’র পরিকল্পনা করছিলেন৷ এমনকি, বুধবারের ঘটনার আগেও পার্লামেন্টে রেকি করে গিয়েছিল তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Parliament Security Breach: সংসদ কাণ্ডে কলকাতা কানেকশন! বাংলার ছেলের কাছে কী ভাবে এল ঘটনার প্রথম ভিডিও? ঘনাচ্ছে রহস্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement