Parliament Security Breach: সংসদ কাণ্ডে কলকাতা কানেকশন! বাংলার ছেলের কাছে কী ভাবে এল ঘটনার প্রথম ভিডিও? ঘনাচ্ছে রহস্য

Last Updated:

নীলাক্ষ কলকাতার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ, এনজিও-র সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে৷ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকায় মানুষের উন্নয়নের জন্য কাজ করে সেই সব এনজিও। কয়েক মাস আগে এনজিও-র অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন ললিত। সূত্রের খবর, সেখানেই নীলাক্ষর সঙ্গে পরিচয় হয় ললিতের৷

কলকাতা: শান্তশিষ্ট ছেলে৷ ভদ্র৷ পড়াশোনাতেও ভাল৷ প্রতিবেশীরাই জানাচ্ছেন সেই কথা৷ কিন্তু, হালিসহর মফস্সলের সেই ছেলে নীলাক্ষ আইচের নাম জড়িয়ে গেল এবার বুধবারের সংসদ ‘হামলা’র ঘটনার সঙ্গে৷ কারণ, সংসদের ঘটনার পরে প্রথম তাঁর মোবাইলেই ঘটনার ভিডিও পাঠিয়েছিলেন সংসদ কাণ্ডের অন্যতম চক্রী ললিত ঝা৷ কিন্তু, কেন? নীলাক্ষের কাছ থেকে এখন সেই কথাই জানতে চাইছেন গোয়েন্দরা৷
গত বুধবার সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন দুপুর ১টা নাগাদ লোকসভার সাংসদের বেঞ্চের উপরে দর্শকাসন থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি৷ অপর জন ভিজিটার্স গ্যালারি থেকেই ওড়াচ্ছিলেন হলুদ ধোঁয়া৷ ঠিক সেই সময় সংসদ ভবনের বাইরেও লাল ও হলুদ ধোঁয়া উড়িয়ে বিক্ষোভ দেখানোর সময় গ্রেফতার হন এক মহিলা সহ ২ জন৷ গতকালের ঘটনায় সংসদ চত্বর থেকেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ৷ পরে রাতের দিকে গ্রেফতার হন বিক্রম নামের আরেক যুবক৷
advertisement
পুলিশ সূত্রের খবর, গতকাল সংসদে নীলম, সাগর, ডি মনোরঞ্জনেরা যা ঘটাচ্ছিলেন, তার ভিডিয়ো তুলেছিলেন এই ললিত৷ সেই ভিডিও তিনি সর্বপ্রথম হালিসহরের নীলাক্ষ আইচকে পাঠান বলে সূত্রের খবর৷
advertisement
আরও পড়ুন: পার্লামেন্ট ‘স্মোক অ্যাটাকে’র সঙ্গে এবার কলকাতা যোগ! এ শহরেই থাকতেন মূলচক্রী ললিত, কী করতেন জানেন?
নীলাক্ষ কলকাতার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ, এনজিও-র সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে৷ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকায় মানুষের উন্নয়নের জন্য কাজ করে সেই সব এনজিও। কয়েক মাস আগে এনজিও-র অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন ললিত। সূত্রের খবর, সেখানেই নীলাক্ষর সঙ্গে পরিচয় হয় ললিতের৷
advertisement
অন্যদিকে, ললিতও স্বেচ্ছাসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকতেন বলে সূত্রের খবর৷ বছর দেড়েক আগে পর্যন্ত ২১৮, রবীন্দ্র সরণি ঠিকানার বাড়িতে ঘর ভাড়া নিয়ে টিউশনও পড়াতেন৷ যদিও ওই ঠিকানায় রাত্রিবাস করতেন না ললিত ঝা৷ দিনের অধিকাংশ সময় টিউশন পড়িয়ে বেরিয়ে যেতেন৷ ওই ঘরেতে টিউশন ছাড়া অন্য কোনও সন্দেহজনক কাজকর্ম হত কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
advertisement
ললিতের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে নীলাক্ষর সঙ্গে হোয়াটস অ্যাপে প্রায় নিয়মিত যোগাযোগ রাখতেন ললিত৷ এই নীলাক্ষর সঙ্গে কথা বলে বর্তমানে ললিতের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ৷ গোয়েন্দাদের অনুমান, পলাতক ললিত ঝা এবং ধৃত ডি মনোরঞ্জনই গত বুধবারের সংসদ কাণ্ডের মূল কারিগর ছিলেন৷ নীলাক্ষের বাবার অবশ্য দাবি, তাঁর ছেলের সঙ্গে দিল্লির সংসদ কাণ্ডের কোনও সম্পর্ক নেই৷
advertisement
আরও পড়ুন:‘ভগৎ সিং’-এর ভক্ত! পেশায় বেকার…এবার সামনে পার্লামেন্ট কাণ্ডের ৬ চক্রীর যোগসূত্র
গতকাল সংসদের ভিতর থেকে গ্রেফতার করা হয় সাগর শর্মা এবং ৩৫ বছরের ডি মনোরঞ্জনকে৷ সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত অবস্থায় গ্রেফতার হন নীলম সিং ওরফে নীলম আজাদ এবং অমল শিণ্ডে৷ বাকি দু’জনের মধ্যে বিক্রমকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ৷ ললিত ঝা এখনও ফেরার৷
advertisement
নীলম হরিয়ানার হিসারের বাসিন্দা। অমল মহারাষ্ট্রের লাতুরের। সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি কর্ণাটকের৷ তবে দু’জনে আলাদা শহরের থাকেন। বিক্রমের বাড়ি গুরুগ্রামে৷ সূত্রের খবর, এদিনের ঘটনার আগে বিক্রমের গুরুগ্রামের বাড়িতেই ছিলেন এই ৬ জন৷ সেখানেই এই গোটা ঘটনার ব্লু প্রিন্ট তৈরি হয়৷ পুলিশ জানাচ্ছে, এই ৬ জনই সোশ্যাল মিডিয়া গ্র্রুপ ‘ভগৎ সিং ফ্যানক্লাবের সদস্য’৷ গত ৪ বছর ধরে এঁদের মধ্যে যোগাযোগ রয়েছে৷ গত ৩ মাস ধরে এঁরা এই পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাকে’র পরিকল্পনা করছিলেন৷ এমনকি, বুধবারের ঘটনার আগেও পার্লামেন্টে রেকি করে গিয়েছিল তাঁরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Parliament Security Breach: সংসদ কাণ্ডে কলকাতা কানেকশন! বাংলার ছেলের কাছে কী ভাবে এল ঘটনার প্রথম ভিডিও? ঘনাচ্ছে রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement