West Bardhaman News: আসছে সে আসছে! আতঙ্কে ঘরবন্দি শিশুরা, বাজার-হাট যেতেও ভয়... জঙ্গলে নতুন আতঙ্ক
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
স্থানীয় গ্রামের বাসিন্দাদের জঙ্গলের রাস্তা ধরে হাট-বাজার করতে যেতে হয়। যেতে হয় হাসপাতাল অথবা বিদ্যালয়ে। আর সেখানেই ওঁতপেতে রয়েছে সেই বিপদ।
পানাগড়, পশ্চিম বর্ধমান: ভয়ে ঘর বন্দি ছোট ছোট শিশুরা। বাজার, হাট করতে যেতেও ভয় পাচ্ছেন মানুষ। এমনকি গবাদি পশুগুলির নিরাপত্তা নিয়েও চিন্তা যাচ্ছে না। জঙ্গলমহলে বাঘের ঘোরাফেরা যখন রাজ্যজুড়ে হইচই ফেলে দিয়েছে, তার মধ্যে জেলার জঙ্গলমহল এলাকায় নতুন আতঙ্ক। জঙ্গলে হিংস্র জন্তুর আগমন। ইতিমধ্যেই ১৫ জন আহত হয়েছেন।
বুদবুদ থানার অন্তর্গত জঙ্গলমহলের গ্রামে হেরোলের আক্রমণ। আহত তাদের সকলকেই হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আর এমন হিংস্র জন্তুর আক্রমণ এলাকায় ব্যাপকভাবে চিন্তা বাড়িয়ে দিয়েছে। স্থানীয় গ্রামের বাসিন্দাদের জঙ্গলের রাস্তা ধরে হাট, বাজার করতে যেতে হয়। যেতে হয় হাসপাতাল অথবা বিদ্যালয়ে। ফলে এলাকার ছোট শিশুগুলিকে নিয়ে যেমন চিন্তা বেড়েছে, তেমনভাবেই অন্যরাও রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন। বিশেষ করে সন্ধ্যায় ভয় বাড়ছে আরও।
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত বৃহস্পতিবার রাত থেকে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় হেরোল হানা দিয়েছে। হেরোলের কামড়ে আহত হয়েছেন ১৫ জন। যাদের মধ্যে ১২ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্যদিকে বন দফতরের কর্মীরা জঙ্গল এলাকাজুড়ে চিরুণি তল্লাশি চালাচ্ছেন। এলাকাবাসীর ভয় দূর করতে দেওয়া হচ্ছে টহল। পাশাপাশি নিরাপত্তার খাতিরে পুলিশের তরফ থেকেও নজরদারি চালান হচ্ছে এলাকায়।
advertisement
advertisement
উল্লেখ্য, এমন ঘটনার মধ্যেই একটি হেরোলের মৃত্যু হয়েছে গ্রামবাসীদের হাতে। এই ঘটনাটিও প্রশ্ন তুলে দিয়েছে। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়ে বন দফতরের আরও সচেতন হওয়া উচিত ছিল। তাহলে একটি বন্যপ্রাণ বাঁচান সম্ভব হত। আবার গ্রামবাসীদেরও এমন আতঙ্কের মুখে পড়তে হত না। তবে বন দফতরের কর্মীরা বর্তমানে সতর্ক রয়েছেন। স্থানীয়দের কাছে ফোন পেলেই সঙ্গে সঙ্গে ছুটছেন এলাকায়। জঙ্গলে আরও এমন হিংস্র জন্তু রয়েছে কিনা, সেই বিষয়েও তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে সবমিলিয়ে ব্যাপক আতঙ্কের পরিবেশ জঙ্গলমহলের গ্রামগুলিতে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 28, 2024 2:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: আসছে সে আসছে! আতঙ্কে ঘরবন্দি শিশুরা, বাজার-হাট যেতেও ভয়... জঙ্গলে নতুন আতঙ্ক