Purulia News : পুরুলিয়ার ছেলের বিশ্বজয়! নয় মাসের যাত্রা শেষ করে ঘরে ফিরল অক্ষয়
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
সাইকেল নিয়ে পুরুলিয়া থেকে রাশিয়া স্বচক্ষে দেখলেন তালিবান শাসন , ঘরে ফিরলেন পুরুলিয়ার ভুমিপুত্র অক্ষয় ভগৎ!
পুরুলিয়া : সাইকেলে বিশ্ব জয় করে নিজের জন্মভূমিতে ফিরলেন অক্ষয় ভগৎ। সাইকেল নিয়ে পুরুলিয়া থেকে রাশিয়া। দীর্ঘ প্রায় নয় মাসের যাত্রা। অবশেষে বাড়ি ফিরল পুরুলিয়ার ভূমিপুত্র অক্ষয়। অযোধ্যা পাহাড়ের কোলে বাঘমুন্ডি থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম বুরদা। এই গ্রামেই ছেলে অক্ষয় ভগৎ। অক্ষয়ের চোখে ছিল বিশ্ব ভ্রমণ করে দেখার স্বপ্ন। আর সেই স্বপ্নের টানেই বারে বারে সে ছুটে চলে বিশ্বের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত। আর তারঁ স্বপ্ন পূরণে সর্বসময়ের সঙ্গী হয় তাঁর সাইকেল।
মাত্র ২০ বছর বয়স থেকে অক্ষয় ভগতের সাইকেলে করে বিশ্ব ভ্রমণের পথ চলা শুরু। ২০২৪ সালের ২০ শে নভেম্বর পুরুলিয়া থেকে সাইকেলে করে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে এ-বছর তার যাত্রা শুরু। রাশিয়ার জার্নিতে বেশিরভাগ সময় পেট্রোল পাম্পে, পুলিশ স্টেশন রাত্রিযাপন করছেন তিনি। এছাড়াও অনেক সহৃদয় ব্যক্তি তাকে জায়গাও দিয়েছেন। পুরুলিয়া থেকে রাশিয়া সেখান থেকে আফগানিস্তান হয়ে নিজের ভূমিতে ফিরেছেন অক্ষয়। নানা অভিজ্ঞতা উপলব্ধি হয়েছে তার এই যাত্রাপথে। এ বিষয় তিনি বলেন , খুব সুন্দর ছিল তার এই যাত্রা। রাশিয়ায় তিনি ৩০ দিন ছিলেন। দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে তার।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
রাশিয়া ভ্রমণের পরেই তার ইচ্ছা হয় তালিবান শাসন দেখার আর সেই ইচ্ছা আর মনের সাহস নিয়েই অক্ষয় পৌঁছে যায় আফগানিস্তানে। সেখানেও মানুষের যথেষ্ট ভালোবাসা পেয়েছেন তিনি। অক্ষয়ের এই কর্মকাণ্ডে গর্বিত জেলার মানুষজন। তাই সকলেই নিজের ভূমিতে ফিরতেই। তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে পুরুলিয়া শহরের বাসিন্দা অর্ণব অধিকারী বলেন, গ্রামের ছেলে হয়েও যে এত বড় কাজ করে দেখিয়েছে অক্ষয়কে নিয়ে তার গর্ববোধ হচ্ছে। গোটা জেলার গর্ব সে।
advertisement
আরও পড়ুনDurga Puja 2025: অভিনবত্বের ছোঁয়া, প্রতিমায় রং নয়, বাঁশের পাতা নিয়ে দুর্গা তৈরি চলছে রঘুনাথগঞ্জে
পুরুলিয়া থেকে সুদূর রাশিয়া। অক্ষয়ের এই জার্নির কথা কারুর কাছেই অজানা ছিল না তাই দেশে-বিদেশের সর্বত্র সকলের ভালবাসা স্নেহ পেয়েছেন তিনি। বিদেশের মাটিতে পুরুলিয়া নাম উজ্জ্বল করেছে অক্ষয় ভগৎ। প্রান্তিক জেলাতে থেকেও যে এত বড় স্বপ্ন দেখা যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 4:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : পুরুলিয়ার ছেলের বিশ্বজয়! নয় মাসের যাত্রা শেষ করে ঘরে ফিরল অক্ষয়