মোটা বেতনের চাকরি! তাও আবার এত কাছে...! উচ্চ পদে কর্মী নিয়োগ হবে, আজই আবেদন করুন
- Reported by:Bonoarilal Chowdhury
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
Job Vacancy: রয়েছে চাকরির সুযোগ। দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। উচ্চ পদে কর্মী নিয়োগ করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। দ্রুত আবেদন করুন। বিশদে জানুন।
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চাকরির সুযোগ। দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। উচ্চ পদে কর্মী নিয়োগ করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য পার্সোনাল সেক্রেটারি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী, পার্সোনাল সেক্রেটারিকে প্রতি মাসে ৪২৬০০ টাকা থেকে ১,০৯৮০০ টাকা বেতন দেওয়া হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়ুক্ত ব্যক্তি মাসিক বেতন পাবেন ৩৭,১০০ টাকা থেকে ৯৫,৫০০ টাকা। তবে উভয় পদের জন্য যারা আবেদন করবেন তাদের আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।
advertisement
এছাড়াও আবেদনকারীদের সংশ্লিষ্ট বিভাগে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, ইংরেজি ভাষায় দক্ষতা থাকা চাই। এ ছাড়া আবেদনকারীদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকে, তবে আবেদনকারীদের সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
আপনার সন্তানের মধ্যে কি এই ‘লক্ষণগুলো’ দেখা যাচ্ছে? ‘হার্ট অ্যাটাক’ও হতে পারে…! একেবারেই উপেক্ষা করবেন না!
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৩ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
advertisement
বনোয়ারিলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2025 3:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোটা বেতনের চাকরি! তাও আবার এত কাছে...! উচ্চ পদে কর্মী নিয়োগ হবে, আজই আবেদন করুন








