ব্যারাকপুরে নয়া প্রতারণা চক্র! শতাধিক যুবক-যুবতীর থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, কীভাবে ফাঁসানো হচ্ছিল শুনলে ঘাবড়ে যাবেন!

Last Updated:

Job Scam: জানা যাচ্ছে, ৭ দিনের পুলিশ ও আর্মির ট্রেনিংয়ের নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতানো হয়। শতাধিক যুবক-যুবতী এই প্রতারণার শিকার হন বলে খবর।

গ্রেফতার দু'জন
গ্রেফতার দু'জন
ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা, অরুণ ঘোষঃ ৭ দিনের WBPS, WBCS, পুলিশের ট্রেনিং ও আর্মির ট্রেনিং এবং চাকরির নাম করে প্রতারণা। ব্যারাকপুর মোহনপুর থানা এলাকায় এই চক্র ফাঁস হল। ৩০০-রও বেশি যুবক-যুবতীর থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে দু’জন গ্রেফতার।
জানা যাচ্ছে, ৭ দিনের পুলিশ ও আর্মির ট্রেনিংয়ের নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতানো হয়। শতাধিক যুবক-যুবতী এই প্রতারণার শিকার হন বলে খবর। গতকাল গভীর রাত থেকে এই ঘটনা নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা। ব্যারাকপুরের মোহনপুর থানার অন্তর্গত শিউলি এলাকায় ঘটনাটি ঘটেছে। এর জেরে আতঙ্কিত এলাকাবাসী।
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য দুঃসংবাদ! বালাসনের গ্রাসে উত্তরের ‘এই’ জনপ্রিয় ডেস্টিনেশন! বিপজ্জনক অবস্থায় মন্দির-বৌদ্ধ গুম্ফা
স্থানিয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছিল। এরপর ক্লাবের মাঠ পরিষ্কার করা হয়। কিন্তু এমন ভুয়ো এডুকেশন সেন্টার চলছিল তা বোঝা যায়নি। এই নিয়ে আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাঁরা ক্যামেরার সামনে মুখে কুলুপ এঁটেছেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই এই ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছেন। তাঁদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যারাকপুরে নয়া প্রতারণা চক্র! শতাধিক যুবক-যুবতীর থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ, কীভাবে ফাঁসানো হচ্ছিল শুনলে ঘাবড়ে যাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement