North Bengal Tourism: পর্যটকদের জন্য দুঃসংবাদ! বালাসনের গ্রাসে উত্তরের 'এই' জনপ্রিয় ডেস্টিনেশন! বিপজ্জনক অবস্থায় মন্দির-বৌদ্ধ গুম্ফা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North Bengal Tourism: প্রত্যেক বছর ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটকদের কাছে মনোরঞ্জনের অন্যতম একটি ডেস্টিনেশন এটি। বালাসনের তোড়ে উড়ে গিয়েছে এই পিকনিক স্পটের বাঁশের সেতু, পিকনিক পার্টির জন্য থাকা একাধিক সরঞ্জাম, ৫টি দোকান।
বাগডোগরা, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গ। ঘুরতে যাওয়ার জন্য একাধিক ডেস্টিনেশন, অফবিট লোকেশন সহ বহু পিকনিক স্পট রয়েছে। এবার বালাসনের গ্রাসে ক্ষতিগ্রস্ত উত্তরের একটি জনপ্রিয় পিকনিক স্পট। পর্যটকদের অত্যন্ত প্রিয় এমএম তরাই আজ কার্যত উধাও!
প্রত্যেক বছর ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটকদের কাছে মনোরঞ্জনের অন্যতম একটি ডেস্টিনেশন এমএম তরাই। এবার বালাসনের গ্রাসে এই জনপ্রিয় জায়গা! বালাসনের তোড়ে উড়ে গিয়েছে বাঁশের সেতু, পিকনিক পার্টির জন্য থাকা একাধিক সরঞ্জাম, ৫টি দোকান। ৫০ মিটার নদী গতিপথ পরিবর্তন করে নদীপাড় আজ বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। পাড় তলিয়ে গিয়ে এই গ্রাম আজ আতঙ্কে ভুগছে।
advertisement
আরও পড়ুনঃ নারকেল গাছের মাথায় ‘ওটা’ কে বসে? উপরে তাকাতেই এলাকাবাসী যা দেখলেন…! হাওড়ায় হুলুস্থুল
মাঝে আর মাত্র একটা মাস, এরপরেই ডিসেম্বর। প্রত্যেক বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এমএম তরাই পিকনিক স্পটে পর্যটকদের ভিড় দেখা যায়। তবে এখন যা অবস্থা, পর্যটকরা এই এলাকায় কী দেখতে আসবেন? এই নিয়ে চিন্তায় পড়েছেন এলাকাবাসী।
advertisement
advertisement
জানা যাচ্ছে, এখনও বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির ও বৌদ্ধ গুম্ফা। জল বাড়ছে, এতে তলিয়ে যেতে পারে মন্দির। এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। বাঁধ নির্মাণ না হলে বালাসন এই এলাকা গিলে খেতে পারে বলে ভয় দেখা দিয়েছে। জমজমাট ভিড় থাকা এই পিকনিক স্পট এখন কেমন দেখতে আসছেন পর্যটকরা। তাঁরাও আতঙ্কে ভুগছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
October 10, 2025 1:24 PM IST