টাকা দিলেই কলকাতা পুলিশে চাকরি! অফিস খুলে চলত প্রতারণা, ধরল পুলিশ

Last Updated:

Job Fraud In Katwa: টাকা দিলেই পুলিশে, খাদ্য দফতরে চাকরি! টোপ গিলেছিল ১৫ জন।

#কাটোয়া: কলকাতা পুলিশে চাকরি পাইয়ে তাদের নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
সেই অভিযোগের ভিত্তিতে নদীয়ার কল্যানী থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। খাদ্য দফতর ও পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১৫ জন যুবকের কাছ থেকে ১৩ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন- লজেন্সের লোভ দেখিয়ে 'নাতনি'কে ডাক, পৈশাচিক রূপ বেরিয়ে এল প্রতিবেশী দাদুর! তোলপাড় মন্দিরবাজার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গৌতম মজুমদার। কাটোয়া শহরের ঘোষেশ্বর তলা এলাকার যুবক সুমন্ত দাস কাটোয়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা লেনদেনের হদিস মেলে। এর পরেই তাকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
অভিযোগকারী সুমন্ত দাস বলেন, কাটোয়ার পানুহাটের এক বন্ধুর মারফত গৌতম ও তার ছেলের সঙ্গে আলাপ হয়েছিল। তাদের কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার হাত রয়েছে বলেও খবর পাই। এরপর নদীয়ার কল্যাণীতে তাদের সঙ্গে যোগাযোগ করি। গৌতম তার অফিসে বসিয়ে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
কাটোয়া শহরের ১৫ জন যুবকের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ও নগদে মোট ১৩ লক্ষ টাকা নিয়েছিল সে। কিন্তু সময় পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। এর পর তাঁরা টাকা ফেরত চাইলে খুনের হুমকি দেওয়া হয়। এর পরই কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
advertisement
তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে, কাউকে কলকাতা পুলিশ, কাউকে রাজ্য পুলিশ, কাউকে খাদ্য দপ্তরের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল অভিযুক্ত ব্যক্তি।
আরও পড়ুন- বাইকে এসে সপাটে ধাক্কা গাড়ির, রাজারহাটে মর্মান্তিক মৃত্যু তৃণমূল নেতার!
কারও কাছ থেকে এক লাখ, কারও কাছ থেকে ৯০ হাজার টাকা, আবার কারও কাছ থেকে চল্লিশ হাজার টাকাও নেওয়া হয়েছে। চাকরি না পেয়ে প্রতারিতরা টাকা ফেরত চাইলে তাদের দেখে নেওয়া হবে, খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় অভিযোগ। এর পরই তাঁরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টাকা দিলেই কলকাতা পুলিশে চাকরি! অফিস খুলে চলত প্রতারণা, ধরল পুলিশ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement