লজেন্সের লোভ দেখিয়ে 'নাতনি'কে ডাক, পৈশাচিক রূপ বেরিয়ে এল প্রতিবেশী দাদুর! তোলপাড় মন্দিরবাজার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rape in West Bengal: জানা যায়, গত মঙ্গলবার লক্ষীকান্তপুর পূর্ব পাড়া এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে লজেন্সের লোভ দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে সম্পর্কে প্রতিবেশী দাদু নবকুমার পাল।
#মন্দিরবাজার: লজেন্সের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী দাদু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মন্দিরবাজার থানার লক্ষীকান্তপুর পূর্ব পাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নবকুমার পালকে গ্রেফতার করে মন্দির বাজার থানার পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার লক্ষীকান্তপুর পূর্ব পাড়া এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে লজেন্সের লোভ দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে সম্পর্কে প্রতিবেশী দাদু নবকুমার পাল। এই ঘটনা দেখে ফেলে নাবালিকা ছাত্রীর ভাই। পরে বুধবার বিষয়টি নিজের মাকে জানায় ওই নাবালিকা ছাত্রীর ভাই।
advertisement
advertisement
বিষয়টি জানাজানি হলে নাবালিকা ছাত্রী তার মাকে জানায়, প্রতিবেশী দাদু তাকে লজেন্স দেওয়ার নাম করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেছে। ঘটনায় মন্দিরবাজার থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিত নাবালিকার পরিবার। ঘটনায় বুধবার রাতেই নাবালিকা ছাত্রীকে নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষা করানো হয়।
advertisement
অন্যদিকে ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নবকুমার পালকে গ্রেফতার করেছে মন্দিরবাজার থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে ডায়মন্ড হারবার ACJM আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
--আনিসউদ্দিন মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 12:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লজেন্সের লোভ দেখিয়ে 'নাতনি'কে ডাক, পৈশাচিক রূপ বেরিয়ে এল প্রতিবেশী দাদুর! তোলপাড় মন্দিরবাজার