হোম /খবর /পশ্চিম বর্ধমান /
আদালতে স্বস্তি, কিন্তু ছাড়া পাননি! পুলিশ হেফাজতে জিতেন্দ্র যা করলেন, শোরগোল

Jitendra Tiwari: আদালতে স্বস্তি, কিন্তু ছাড়া পাননি! পুলিশ হেফাজতে জিতেন্দ্র যা করলেন, শোরগোল

জিতেন্দ্র তিওয়ারি নিয়ে আলোড়ন

জিতেন্দ্র তিওয়ারি নিয়ে আলোড়ন

Jitendra Tiwari: ব্রেকফাস্টে জিতেন্দ্র তিওয়ারি খেলেন রুটি-আলুভাজা, দুপুরে খেলেন ভাত, ডাল, মাছ।

  • Share this:

আসানসোল, পশ্চিম বর্ধমান : কম্বল বিতরণ কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তাকে স্বস্তি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কিন্তু এই আইনি টানাপোড়নের মধ্যে কি খাওয়া দাওয়া করলে আসানসোলের প্রাক্তন মেয়র? জানা গিয়েছে, এদিন সকালের ব্রেকফাস্টে খেয়েছেন রুটি, আলুভাজা, সঙ্গে চা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাকে নিয়ে যাওয়া হয় আসানসোল উত্তর থানায়।

সেখানে দীর্ঘক্ষণ ছিলেন তিনি। দুপুরে থানার ক্যান্টিনের খাবার খেয়েছেন এই বিজেপি নেতা। জানা গিয়েছে, আসানসোল উত্তর থানার ক্যান্টিন থেকে তার জন্য ভাত, ডাল, ভাজা সবজি এবং মাছ আনানো হয়েছিল। বিশেষ কিছু খাবারের আবেদন তিনি রাখেননি। প্রথম বার খাবার নিয়ে এলে জিতেন্দ্রর তিওয়ারি সেই খাবার ফিরিয়ে দেন। বলেন কিছুক্ষণ পরে খাবেন। ঘন্টাখানেক বাদে সেই খাবার আবার তার কাছে নিয়ে যাওয়া হলে, তিনি খেয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পুরী ভালোবাসেন যারা, তাদের জন্য বিরাট খবর! আর রইল না থাকার চিন্তা, বড় সিদ্ধান্ত মমতার

প্রসঙ্গত, আসানসোলে কম্বল বিতরণ কাণ্ডে গ্রেফতার হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করেছে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতাকে। নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে ইতিমধ্যে বিজেপি নেতার গ্রেফতারিতে দুই সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। যার ফলে তাকে এই মুহূর্তে আর হেফাজতে রাখা যাবে না।

আরও পড়ুন: ব্রাজিলের সঙ্গে এবার খেলবে মোহনবাগান? মমতার 'ইচ্ছে'তে বিরাট জল্পনা শুরু বাংলায়

অন্যদিকে, আসানসোল উত্তর থানায় জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আসা হলে বিজেপির কিছু কর্মী সমর্থকরা তার সঙ্গে দেখা করতে আসেন কিন্তু পুলিশ তাদের দেখা করার অনুমতি দেয়নি। যার ফলে বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ তুলেছেন এখানে পক্ষপাতিত্ব করা হচ্ছে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে তারা বলেন, তিনি যখন আসানসোল জেলে ছিলেন তখন অনেকে দেখা করতে আসছিলেন কিন্তু জিতেন্দ্রর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

Nayan Ghosh

Published by:Suman Biswas
First published:

Tags: Jitendra Tiwari, West Bengal news