Jibon Krishna Saha: ‘চার লক্ষ দিয়েছি, অন্তত ২ লক্ষ ফেরান’! টাকা নিয়ে দরাদরি জীবনকৃষ্ণের, ভাইরাল ভিডিও
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Jibon Krishna Saha: ইডির হেফাজতে জীবনকৃষ্ণ সাহা। সম্প্রতি ভাইরাল হয়েছে জীবনকৃষ্ণ সাহার একটি ভিডিও।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ফের শিরোনামে জীবনকৃষ্ণ সাহা। চাকরির নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই সিবিআইয়ের পর গ্রেফতার হয়েছেন ইডির হেফাজতে জীবনকৃষ্ণ সাহা। সম্প্রতি ভাইরাল হয়েছে জীবনকৃষ্ণ সাহার একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি News 18 বাংলা)। জীবনকৃষ্ণের দুর্নীতির টাকা ফেরত চাওয়ার ভিডিও প্রকাশ্যে। যে ভিডিও এসেছে তা বড়ঞার আন্দি গ্রামে নিজের বাসভবনের অফিসে বসে রেকর্ডিং করা বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, যে ভিডিওতে বীরভূমের ময়ুরেশ্বরের এক চাকরিপ্রার্থীকে শোনা যাচ্ছে জীবনকৃষ্ণের কাছে ৪ লাখের মধ্যে দু’লক্ষ টাকা চাইতে এবং জীবনকৃষ্ণ রীতিমতো সেই চাকরিপ্রার্থীকে নিজের বাড়ি সার্চ করার কথা বলছে শুধু তাই নয় তৃনমূল বিধায়ককে এও বলতে শোনা যাচ্ছে যে, ‘‘যখন খবর দেব তখন এস টাকা ফেরত দেব।’’
advertisement
advertisement
এও জানা গিয়েছে, একজন বারবার করে টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন। আরেকজন সম্পূর্ণ নির্বিকার। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের ভিতর সোফার মধ্যে বসে রয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। উল্টোদিকের ব্যক্তি সমানে তাঁর কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন।
তাঁদের মধ্যে কথোপকথন অনেকটা এরকম-
কণ্ঠ: ‘‘দাদা আপনি বললেন, চার লক্ষের মধ্যে ২ লাখ দেব। আপনি বললেন। আমি বললাম, শরীর খারাপ কবে থেকে আপনাকে বলছি। ২ লক্ষ টাকা দিন। ৪ লাখের মধ্যে ২ লাখ দিন অন্তত।’’
advertisement
যাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে… সেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বারবার বলে চলেছেন ‘‘টাকা কোথায় পাব?’’
ইডির সুত্রের দাবি, শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। একেক জনের থেকে একেক রকম অঙ্ক। গত সোমবার তাকে গ্রেফতার করে ইডি। এখন বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 2:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jibon Krishna Saha: ‘চার লক্ষ দিয়েছি, অন্তত ২ লক্ষ ফেরান’! টাকা নিয়ে দরাদরি জীবনকৃষ্ণের, ভাইরাল ভিডিও