Jhulan Yatra: এখানে হারিয়ে যায়নি ঝুলন, আজও আয়োজনে সামনে থাকে শিশুরা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
বিকেলবেলা থেকেই সেখানে ভিড় জমতে শুরু করে। আগের থেকে বেচাকেনাও বেড়েছে। শান্তিপুরের ঐতিহ্য অনুযায়ী অলিতে গলিতে শিশুরা এই ছোট ছোট পুতুল দিয়ে সাজিয়ে তোলে বিশেষ কিছু কাহিনী
নদিয়া, শান্তিপুর, মৈনাক দেবনাথ: চলছে ঝুলন যাত্রা। আর ঝুলন যাত্রা মানেই রাধা-কৃষ্ণের মিলন। অন্যত্র এই ব্যাপার হলেও নদিয়ার শান্তিপুরে সম্পূর্ণ অন্য ধরনের ঝুলন যাত্রা দেখা যায়। এখানে একজন শিশুর সৃজনশীলতার পরিচয় পান সকলে। কারণ তারা বাড়িতে জমিয়ে রাখা বিভিন্ন ধরনের পুতুলগুলিকে একসঙ্গে করে বাড়ির বারান্দায় কিংবা জানলার চিলেকোঠায় সেগুলিকে সাজিয়ে দেয় ঝুলন উপলক্ষে। এই ভাবেই ফুটে ওঠে সৃজনশীলতা।
নদিয়ায় শান্তিপুরের চৌগাছা পাড়ায় মৃৎশিল্পীদের আনাগোনা। এটি পালপাড়া বলে বেশি পরিচিত। সেই পালপাড়ায় প্রামাণিক বাড়ি বহু পুরনো। সেখানেই পরিবারের শিশুরা এইভাবে ব্যতিক্রমী পথে ঝুলন আয়োজন করে। এই দিন সাতেক প্রমাণিত বাড়ির গৃহিণী কিংবা শিশুরা হাতের কাজ ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা, ৭০ টাকা দামে বিক্রি করে। এখানে বিক্রি হয় ছোট ছোট বিভিন্ন পুতুল। সেগুলি তারা মাটি, রং, বিভিন্ন রকম অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলেন। তা দেখতেও লাগে অসাধারণ। শুধু বিকেলবেলা নয়, ঝুলনের কটা দিন তারা সারা দিন ধরেই ওই বারান্দায় বসে তারা বিক্রি করেন।
advertisement
আরও পড়ুন: এই রাখিতে আপনার হাতে জায়গা করে নিক পটশিল্প! কোথায় পাবেন দেখুন
বিকেলবেলা থেকেই সেখানে ভিড় জমতে শুরু করে। আগের থেকে কেনাবেচাও বেড়েছে। শান্তিপুরের ঐতিহ্য অনুযায়ী অলিতে গলিতে শিশুরা সাজিয়ে তোলেন সেই সমস্ত পুতুল দিয়ে বিশেষ কিছু কাহিনী। আর সেই সমস্ত কাহিনী সাজাতে সাহায্য করে তাদের পরিবারের সদস্যরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 4:15 PM IST