Jhargram Weather Forecast: সপ্তাহান্তে হুড়মুড়িয়ে তাপমাত্রার পারদ নামবে ঝাড়গ্রামে, তবে ক্ষণস্থায়ী! আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এসে গেল মেগা আপডেট
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Forecast: নভেম্বর মাস শেষে ডিসেম্বর মাস শুরু হলেও এখনও জাঁকিয়ে শীত লক্ষ্য করা যাচ্ছে না পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবেই মন খারাপ শীতপ্রেমীদের।
ঝাড়গ্রাম: নভেম্বর মাস শেষে ডিসেম্বর মাস শুরু হলেও এখনও জাঁকিয়ে শীত লক্ষ্য করা যাচ্ছে না পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবেই মন খারাপ শীতপ্রেমীদের। আবহাওয়ার খামখেয়ালিপোনায় নভেম্বর মাসে যেমন সেইভাবে শীতের দেখা মেলেনি ঠিক একইভাবে ডিসেম্বর মাসেও খারাপ খবর রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে এই সকল খারাপ খবরের মাঝেই আগামী কয়েক ঘণ্টায় কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়গ্রামে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ নামবে ঝাড়গ্রাম জেলায়। মূলত ঘূর্ণিঝড় দিতওয়াহের প্রভাত সরাসরি ভারত অথবা বাংলায় না পড়লেও গত কয়েক ঘণ্টায় রাজ্যের বেশ কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলেছে। আর এই মেঘের ঘনঘটা কেটে যাওয়ার পরই মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি নামবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির এদিক ওদিক। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও তা একেবারেই ন্যূনতম বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন বেসরকারি আবহাওয়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে শনিবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১০ ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ সপ্তাহেন্তে জাঁকিয়ে শীতের দেখা মিলতে পারে ঝাড়গ্রামে। যদিও তা দীর্ঘস্থায়ী হবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। কেননা রবিবার থেকেই ফের ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি বাড়তে পারে বলেই জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
December 02, 2025 11:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Weather Forecast: সপ্তাহান্তে হুড়মুড়িয়ে তাপমাত্রার পারদ নামবে ঝাড়গ্রামে, তবে ক্ষণস্থায়ী! আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এসে গেল মেগা আপডেট

