Hooghly News: ৪ বছর ধরে নিঃসঙ্গ! বাড়িতে পড়ে ৬৮ বছর বৃদ্ধের পচা-গলা দেহ, দুর্গন্ধে টেকা দায় হুগলিতে
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly News: স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন ওই বৃদ্ধ। আর এই নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতেই শেষমেষ তাঁর পচা গলা দেহ উদ্ধার হল বাড়ি থেকে।
চুঁচুড়া, হুগলি: কোনও কারণে চার বছর আগে বৃদ্ধকে ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী ও সন্তান। স্ত্রী ও সন্তান অন্যত্র চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন ওই বৃদ্ধ। আর এই নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতেই শেষমেষ তাঁর পচা গলা দেহ উদ্ধার হল বাড়ি থেকে।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে জানা গিয়েছে, পুরসভার তরফ থেকে নালা সংস্কারের কাজ চালানো হচ্ছিল। ঠিক সেই সময় পুরকর্মীরা বুঝতে পারেন কোথাও থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কোথায় থেকে দুর্গন্ধ আসছে তা খুঁজতে খুঁজতে দেখা যায় একটি বাড়ি থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে। তড়িঘড়ি পুরকর্মী এবং এলাকার বাসিন্দারা ওই বাড়ির সামনে যেতে দেখেন মূল দরজা বন্ধ। তবে বাড়ির মধ্যে এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তখনই তাদের সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে জানায় ওই ব্যক্তির মৃত্যুর পাশাপাশি তার দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
advertisement
advertisement
এমন ঘটনাটি ঘটে হুগলি জেলার চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় যে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে তাঁর নাম শিবু দেবনাথ। তার বয়স ৬৮ বছর বলেই জানা গিয়েছে। তিনি আবার একসময় হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা জানিয়েছেন, “সকালেই এলাকাবাসী খবর দেন যে একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশে খবর দিই। পরে জানতে পারি মৃত ব্যক্তি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন। পুলিশ জানালা ভেঙে ভিতরে ঢুকে তাঁর দেহ উদ্ধার করে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
December 02, 2025 10:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ৪ বছর ধরে নিঃসঙ্গ! বাড়িতে পড়ে ৬৮ বছর বৃদ্ধের পচা-গলা দেহ, দুর্গন্ধে টেকা দায় হুগলিতে


