Humane Police: মানবিকতার অনন্য নজির! দরিদ্র দুঃখীদের হাতে দুপুরে পুষ্টিকর খাবার বিনামূল্যে বিতরণ পুলিশের

Last Updated:

Jhargram News: জঙ্গলমহলের প্রান্তিক অসহায় মানুষের মুখে প্রতিদিন পুষ্টিকর আহার তুলে দিতে ঝাড়গ্রাম জেলা পুলিশের মানবিক পদক্ষেপ। অসহায়দের বাড়িতে বাড়িতে মধ্যাহ্ন ভোজনের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

+
প্রান্তিক

প্রান্তিক অসহায়দের পাশে পুলিশ

তন্ময় নন্দী, ঝাড়গ্রাম : জঙ্গলমহলে পুলিশ বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে। ঘটনাটা অবাস্তব কাহিনির মতো শোনালেও সত্যি। ঝাড়গ্রামের সাঁকরাইল ও নয়াগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ারেরা প্রতিনিয়ত অসহায় গরিব-দুঃখীদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন মধ্যাহ্ন আহার। পুলিশের মানবিক পদক্ষেপে খুশি আমজনতা।
জঙ্গলমহলের প্রান্তিক অসহায় মানুষের মুখে প্রতিদিন পুষ্টিকর আহার তুলে দিতে ঝাড়গ্রাম জেলা পুলিশের মানবিক পদক্ষেপ। অসহায়দের বাড়িতে বাড়িতে মধ্যাহ্ন ভোজনের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। তা এখন এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের অন্তর্গত এই ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ড। যার পথচলা শুরু ২০২৩ সালে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল জঙ্গলমহলের দরিদ্র ও পুষ্টিহীন মানুষদের জন্য বিনামূল্যে সুস্বাদু ও পুষ্টিকর আহার সরবরাহ করা। প্রাথমিক ধাপে নয়াগ্রাম ও সাঁকরাইল থানারমোট ১০০ জন প্রান্তিক নাগরিকের জন্য এই পরিষেবা শুরু হয়।
advertisement
প্রতিদিনই এই বিশেষ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় থানার মধ্যে। থানার মধ্যেও ৩০ জন অসহায় মানুষকে একত্রে বসিয়ে পরিবেশন করা হয় রুচিসম্মত ও পুষ্টিকর খাবার। ঝাড়গ্রামের ডিএসপি (ডিএনটি) সব্যসাচী ঘোষ, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দলাই, গোপীবল্লভপুর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর দেবাশীষ ঘোষ-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচির সূচনায়।
advertisement
advertisement
আরও পড়ুন : ডায়েট থেকে মুছে ফেলুন এই ‘লাল খাবার’! ইউরিক অ্যাসিডের বিষাক্ত কামড়ে ক্ষতবিক্ষত শরীর! গাঁটের ব্যথায় হবেন চরম কাবু!
জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের  সাঁকরাইল থানার কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য সংবর্ধনা জানানো হয়। ডিএসপি (ডিএনটি) সব্যসাচী ঘোষ জানান, ‘‘সহায় প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য।’’ জেলা পুলিশের এই উদ্যোগ সমাজে মানবিকতার সহানুভূতি ও একাত্মতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Humane Police: মানবিকতার অনন্য নজির! দরিদ্র দুঃখীদের হাতে দুপুরে পুষ্টিকর খাবার বিনামূল্যে বিতরণ পুলিশের
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement