Jungle Mahal Zoo: জঙ্গলমহল চিড়িয়াখানা থেকে উধাও লেপার্ড শাবক, কারণ নিয়ে ধোঁয়াশা! জল্পনায় সরগরম এলাকা

Last Updated:

Jhargram Jungle Mahal Zoo: জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে লেপার্ড হর্ষিণীর সঙ্গে খেলায় মেতে থাকছিল তিন শাবক। তবে এক সপ্তাহ ধরে একটি শাবককে আর দেখা যাচ্ছে না।

জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক
জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক
ঝাড়গ্রাম, রাজু সিং: শীতের রোদে মা লেপার্ড হর্ষিণীর সঙ্গে খেলায় মেতেছিল তিন শাবক। সেই দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় লেগে থাকত প্রতিদিন। রিলস্ বানাতেও ব্যস্ত ছিলেন বহু দর্শনার্থী। তবে গত এক সপ্তাহ ধরে হর্ষিণীর একটি শাবককে আর দেখা যাচ্ছে না ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের এনক্লোজারে।
এই ঘটনার জেরে চিড়িয়াখানার ব্যবস্থাপনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। চিড়িয়াখানার কর্মীদের একাংশের দাবি, প্রায় সপ্তাহখানেক আগে এনক্লোজারের মধ্যেই মায়ের কামড়ে ওই শাবক আহত হয়েছে। তাতেই মৃত্যু হয়েছে শাবকটির। এমনকি ময়নাতদন্তও নাকি সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, ঘটনাটির বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে বন দফতর।
আরও পড়ুন: জয়নগরে প্রথম পশু হাসপাতাল, সারমেয়দের জন্য স্পেশ্যাল কেয়ার! খুশিতে ডগমগ পশুপ্রেমীরা
জেলা বনাধিকারিক (ডিএফও) উমর ইমাম বর্তমানে ছুটিতে। তাঁর দায়িত্ব সামলাচ্ছেন মেদিনীপুরের ডিএফও দীপক এম। তিনি জানান, চিড়িয়াখানায় কী ঘটেছে, সে সম্পর্কে এখনও রহস্য রয়েছে। তাই বাড়ছে জল্পনা। কিন্তু বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন অন্য কথা। তাঁদের গলায় পাওয়া যাচ্ছে আক্ষেপের সুর। স্থানীয়রা বলছেন, খেলার সময় মায়ের কামড়ে আহত হয়েছিল শাবক। তাতেই মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, পরিবারে হাহাকার! দু’দিন বাড়িতে ছিলেন না, তারপরেই বিলে ভেসে উঠল দেহ
এই ঘটনায় শোকাহত এলাকার মানুষ। তাঁদেরক থায়, যে ভাবে জঙ্গমহল জুলজিক্যাল পার্কে বনজ সম্পদ বাড়ছে, তাতে একটু বাড়তি সতর্কতা থাকলে ভাল হয়। নতুন তিন অতিথির মধ্যে এক অতিথি কমে গেল। আরও নতুন অতিথিরা আসছে। তাই আগামদিনে যাতে এই ঘটনা আর না হয়, সেইদিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jungle Mahal Zoo: জঙ্গলমহল চিড়িয়াখানা থেকে উধাও লেপার্ড শাবক, কারণ নিয়ে ধোঁয়াশা! জল্পনায় সরগরম এলাকা
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement