Animal Hospital: জয়নগরে প্রথম পশু হাসপাতাল, সারমেয়দের জন্য স্পেশ্যাল কেয়ার! খুশিতে ডগমগ পশুপ্রেমীরা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Jaynagar Animal Hospital: জয়নগরে প্রথম চালু হল পশু হাসপাতাল। যেখানে বিভিন্ন পশু-পাখিদের সঙ্গে বিশেষ নজর থাকবে সারমেয়দের চিকিৎসায়।
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: জয়নগরে এই প্রথম চালু হল পশু হাসপাতাল। যেখানে বিভিন্ন পশু-পাখিদের চিকিৎসা হবে। বিশেষ নজর থাকবে সারমেয়দের চিকিৎসায়। জয়নগর মজিলপুর পৌরসভার মাঠে অ্যানিমেল কেয়ার প্লাস অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই হাসপাতালের পথ চলা শুরু হল। মূলত এই সমস্ত এলাকায় সেভাবে পশু হাসপাতাল না থাকার কারণে পোষ্যদের বড় ধরনের রোগ হলে, তাকে নিয়ে ছুটে যেতে হত বারুইপুর বা কলকাতায়।
তবে এবার সেই সমস্যা মিটে যাবে বলে ধারণা পোষ্য মালিকদের। সরকারিভাবে বিভিন্ন জায়গায় পশু, পাখি সহ গৃহপালিত বিভিন্ন প্রাণীর চিকিৎসার ব্যবস্থা থাকলেও, কুকুরের চিকিৎসা পরিষেবা নিয়ে একটু সমস্যায় পড়তে হত পোষ্য মালিকদের। তবে জয়নগরে এই পশু হাসপাতালে সারমেয়দের চিকিৎসায় বিশেষভাবে নজর দেওয়া হবে। ফলে এই উদ্যোগে খুব খুশি ‘ডগ লাভার’রা।
advertisement
আরও পড়ুন: সাতদিন ধরে নিখোঁজ, বালিঘাট থেকে উদ্ধার সেই মহিলার অর্ধেক দেহ! খোঁজ নেই নিম্নাংশের
এদিন কুকুরদের চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিনও দেওয়া হয়েছে। অনুষ্ঠান চলাকালীন একটি কুকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, তাকে সুস্থ করতে সেলাইন দেওয়া হয় এই শিবিরেই। তবে এখানে শুধু প্রাথমিক চিকিৎসা নয়, গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তার বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকছে। পাশাপাশি পোষ্যদের প্রয়োজনে অস্ত্রপচারের ব্যবস্থা থাকছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন। এদিন উদ্যোগী সংস্থার পক্ষ থেকে বলা হয়, পৌরসভার মাঠের পাশে তাদের এই চিকিৎসালয়ের মধ্যে দিয়ে এলাকার পশু পাখিদের চিকিৎসা করা হবে। আগামী ৬ মাস ১২ ঘন্টা করে প্রতিদিন এই চিকিৎসালয় খোলা থাকবে। পশু-পাখির জটিল রোগের চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়া হবে এই চিকিৎসালয়ের মধ্যে দিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 10, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Animal Hospital: জয়নগরে প্রথম পশু হাসপাতাল, সারমেয়দের জন্য স্পেশ্যাল কেয়ার! খুশিতে ডগমগ পশুপ্রেমীরা









