Migrant Worker: পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, পরিবারে হাহাকার! দু'দিন বাড়িতে ছিলেন না, তারপরেই বিলে ভেসে উঠল দেহ

Last Updated:

Malda Migrant Worker: মালদহের হবিবপুরে বাঁধপাড়া বিল থেকে পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার। গত দুদিন ধরে বাড়িতে ছিলেন না তিনি।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
মালদহ, সেবক দেবশর্মা: মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের বাঁধপাড়া বিল থেকে পরিযায়ী শ্রমিক এক ব্যক্তির দেহ উদ্ধার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রণব কর্মকার (৪৩)। পেশায় তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক থেকে দেড় মাস আগে তিনি বাড়িতে ফিরেছিলেন। আবার কাজের সূত্রে বাইরে যাওয়ার কথা ছিল। গত দু’দিন ধরে তিনি বাড়িতে ফিরছিলেন না। পরিবারের লোকজন অনুমান করেন তিনি হয়ত আবার কাজের জন্য বাইরে চলে গিয়েছেন।
আরও পড়ুন: সাতদিন ধরে নিখোঁজ, বালিঘাট থেকে উদ্ধার সেই মহিলার অর্ধেক দেহ! খোঁজ নেই নিম্নাংশের 
এদিকে বুধবার সকালে হঠাৎ এলাকাবাসীর নজরে আসে বাঁধপাড়া বিলে তাঁর দেহ জলে ভেসে রয়েছে। বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। খবর দেওয়া হয় হবিবপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন: মহিলাকে কটূক্তি, প্রতিবাদ করতেই মাসতুতো ভাইদের এলোপাথাড়ি কোপ! আক্রান্ত একই পরিবারের তিনজন
ময়নাতদন্তের জন্য দেহটি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ওই ব্যক্তি জলে পড়ে গেলেন, কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migrant Worker: পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, পরিবারে হাহাকার! দু'দিন বাড়িতে ছিলেন না, তারপরেই বিলে ভেসে উঠল দেহ
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement