Jhargram Elephant Attack: ঘর ভাঙছে কে রে...! বাড়ি থেকে বেরোতেই ৫৮ বছর বয়সী মহিলার সঙ্গে হয়ে গেল সাংঘাতিক কাণ্ড, ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবেশীরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
ঝাড়গ্রামে ৫৮ বছর বয়সী মহিলার সঙ্গে হয়ে গেল সাংঘাতিক অবস্থা
ঝাড়গ্রাম: মাটির বাড়ির ভেতরে ঘুমোচ্ছিলেন মহিলা। ভেতরে ছিল ছেলে-বৌমা ও দুই নাতি। ঘর ভাঙ্গার শব্দ পেয়ে ঘুম ভাঙতেই বাইরে বেরিয়ে আসেন মহিলা। তারপর পালাতে গিয়ে পড়লেন হাতির মুখে। তখনই তাকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতি। ঝাড়গ্রামের মাণিকপাড়া রেঞ্জের ডাইনমারী গ্রামের ঘটনা। ফের হাতির হানায় মৃত্যু। বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে উত্তাল গ্রামবাসীরা।
মঙ্গলবার ভোররাতে একটি দলছুট হাতির হামলায় মৃত্যু হল এক শবর মহিলার। মৃতার নাম যত্নী ভক্তা (৫৮)। তিনি ডানমারী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৪:৩০ নাগাদ যত্নী ভক্তা বাড়ির বাইরে বেরোনোর সময় একটি হাতির মুখোমুখি হন। আচমকা হাতিটি তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: হাতের কাছেই লুকোচুরি খেল ছিল ৫০ হাজার টাকা! জানতেনই না অসহায় যুবক, পাইয়ে দিলেন এই সৎ মহিলা
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে একটি দল হাতি মাণিকপাড়া রেঞ্জ এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। সোমবার রাতে হুলা পার্টির সদস্যরা ওই দলটিকে ড্রাইভ করে ডাইনমারী গ্রামের সামনে ছেড়ে দিয়ে চলে যান বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামবাসীদের আগাম কিছু না জানিয়ে হাতিদের জনবসতির কাছে এনে ছেড়ে দেওয়া হয়, যার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। এর আগেও গত ১৫ মে, পুকুরিয়া বিটের পুকুরিয়া গ্রামে হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল পরিমল মাহাত নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ঝাড়গ্রাম, লোধাশুলি ও মাণিকপাড়া রেঞ্জের বিভিন্ন এলাকায় ৬০-৭০টি হাতি ঘোরাফেরা করছে। বারবার সতর্কতা সত্ত্বেও বন দফতর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীদের অভিযোগ, হাতিদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বন দফতর যথাযথ ক্ষতিপূরণ দেয় না। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, স্থায়ী সমাধান সূত্রে হাতিগুলিকে অন্যত্র সরানোর জন্য বন দফতরকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যত্নীর ছেলে সনাতন জানান, ‘ঘর ভাঙ্গার শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। আমাদের মাটির ঘর, ঘর ভাঙলেই চাপা পড়ে মারা যাব এই ভয়ে মা অন্যত্র পালাচ্ছিলেন, তখনই হাতি মায়ের উপর আক্রমণ করে। আমি বউ বাচ্চাকে নিয়ে এক কোণের ভয়ে বসে ছিলাম।’
advertisement
ঝাড়গ্রামের ডি এফও উমর ইমাম জানান, ‘হাতির হানায় মৃত পরিবারকে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। হাতির দলকে নিয়ন্ত্রণ করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। রাস্তার পাশে থাকা ঝোপ জঙ্গলগুলি পরিষ্কার করা হবে, যাতে মানুষ দূর থেকে হাতিকে লক্ষ্য করতে পারে। হাতি কবলিত এলাকার বাসিন্দাদের টর্চ দেওয়া হবে।’
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Elephant Attack: ঘর ভাঙছে কে রে...! বাড়ি থেকে বেরোতেই ৫৮ বছর বয়সী মহিলার সঙ্গে হয়ে গেল সাংঘাতিক কাণ্ড, ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবেশীরা