Samajik Suraksha Yojana: হাতের কাছেই লুকোচুরি খেল ছিল ৫০ হাজার টাকা! জানতেনই না অসহায় যুবক, পাইয়ে দিলেন এই সৎ মহিলা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
অসহায় যুবককে সরকারি প্রকল্পের ৫০ হাজার টাকা পাইয়ে দিলেন এক মহিলা
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে বিশেষ চাাহিদা সম্পন্ন যুবক পেল সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা। ২০১৮ সালে এক ভয়াবহ বাইক দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছিলেন স্নেহাংশু। কিন্তু এই দুর্ঘটনার পরে খাড়া নেমে আসে তার জীবনে। অবশ হয়ে যায় দুটি পা, আড়ষ্ট হয়ে যায় জিহ্বা, কমে যায় চোখের দৃশ্যমান্যতা। প্রায় ৯০% শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে ফিরেছিলেন স্নেহাংশু। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সক্রিয় হস্তক্ষেপে রাজ্য সরকারের বিনামূল্যে ‘সামাজিক সুরক্ষা যোজনা’ প্রকল্প থেকে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা পেলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের চোরচিতা গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন যুবক স্নেহাংশু দে।
২০১৮ সালে এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় ৯০% শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে ফিরেছিলেন স্নেহাংশু। বর্তমানে বাবা-মা দুজনেরই অবর্তমানে একা বাড়িতেই থাকেন তিনি, শারীরিক অসুবিধার জন্য বাইরে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ দেখে স্থানীয়। ‘অধিকার মিত্র’ রীতা দাস দত্তের সঙ্গে যোগাযোগ করেন স্নেহাংশু। রীতা নিজে বাড়িতে গিয়ে স্নেহাংশুর সমস্যাগুলি শুনে তা লিখিতভাবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিবের কাছে জমা দেন।
advertisement
advertisement
ঘটনাক্রমে রীতা লক্ষ্য করেন যে স্নেহাংশুর কাছে বিনামূল্যে ‘সামাজিক সুরক্ষা যোজনা’ প্রকল্পের পাশবুক রয়েছে, কিন্তু তিনি সেই প্রকল্পের অধীনে পাওয়া সুযোগ-সুবিধাগুলি সম্পর্কে জানতেন না। বিষয়টি জানার পর, রীতা নিজে ব্লকের শ্রম দফতরে গিয়ে ক্লেম প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জেনে স্নেহাংশুর পক্ষ থেকে আবেদনপত্র জমা দেন চলতি বছরের এপ্রিল মাসে। অবশেষে বৃহস্পতিবার ব্লকের শ্রম দফতর জানায়, স্নেহাংশুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের আওতায় ৫০,০০০ টাকা ক্লেমের অর্থ জমা হয়েছে। সেই খবর স্নেহাংশুর বাড়িতে গিয়ে পৌঁছে দেন রীতা নিজে। আর খবর যেন লটারিতে টাকা পাওয়ার মতই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্নেহাংশু আনন্দ প্রকাশ করে বলেন, “আমি জানতাম না এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায়। রীতা আমাকে সব জানিয়ে পুরো কাজটাও করে দিয়েছেন। আমার অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা এসেছে—আমি খুব খুশি।” এই ঘটনা ফের একবার প্রমাণ করল, সঠিক দিশা ও সহানুভূতির মাধ্যমে প্রশাসনের উদ্যোগ কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে সমাজের প্রান্তিক মানুষদের জীবনে।
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 3:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Samajik Suraksha Yojana: হাতের কাছেই লুকোচুরি খেল ছিল ৫০ হাজার টাকা! জানতেনই না অসহায় যুবক, পাইয়ে দিলেন এই সৎ মহিলা