Jhargram: ঝাড়গ্রামের রাজপথে আন্দোলনের আবহ! জেলা শাসকের কাছে জমা পড়ল ডেপুটেশন, হঠাৎ জঙ্গলমহলের হল কী?
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jhargram News: শুক্রবার সকাল থেকে ঝাড়গ্রাম শহরের রাজপথে আন্দোলনের আবহ তৈরি হয়েছে। রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ টোটো চালকেরা দলবদ্ধ হয়েছেন। এই মর্মে ঝাড়গ্রাম জেলা টোটো (ই-রিকশা) সংগঠনের উদ্যোগে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা পড়েছে।
ঝাড়গ্রাম, রাজু সিং: ঝাড়গ্রাম শহরের রাজপথে শুক্রবার রীতিমতো আন্দোলনের আবহ তৈরি হয়েছে। ঝাড়গ্রাম জেলা টোটো (ই-রিকশা) সংগঠনের উদ্যোগে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সদস্যরা। রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ক্ষুব্ধ টোটো চালকেরা দলবদ্ধ হয়েছেন।
সংগঠনের অভিযোগ, জেলার বিভিন্ন এলাকায় টোটো চালকদের কাছ থেকে রেজিস্ট্রেশনের নাম করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, মাসিক ভিত্তিতে নানা খাত দেখিয়ে নিয়মিত অর্থ সংগ্রহ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন চালকরা।
advertisement
advertisement

ঝাড়গ্রাম শহর টোটো চালক বৃন্দের ডাকে আন্দোলন
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু টোটো চালক আর্থিকভাবে দুর্বল। অথচ প্রশাসনের তরফে নির্ধারিত পরিমাণের বাইরে নানা খাতে টাকা নেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ অন্যায়। বাধ্য হয়ে সংগঠনের সদস্যরা একজোট হয়ে জেলা প্রশাসনের দারস্থ হয়েছেন। জেলা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিন সংগঠনের প্রতিনিধি দল লিখিতভাবে জেলা শাসককে অভিযোগ জানিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ  সাতসকালে মর্মান্তিক ঘটনা, পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, মৃত্যু একরত্তির
জেলা শাসকের দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
October 31, 2025 3:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram: ঝাড়গ্রামের রাজপথে আন্দোলনের আবহ! জেলা শাসকের কাছে জমা পড়ল ডেপুটেশন, হঠাৎ জঙ্গলমহলের হল কী?


