'এই' মেডিকেল কলেজ পেল অবিশ্বাস্য নম্বর! বদলে যাবে চিকিৎসার চেহারা

Last Updated:

পরিকাঠামো বৃদ্ধির জন্য কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক অনুদান পাবে ঝাড়গ্রাম হাসপাতাল। ফলে হাসপাতাল আরও ঢেলে সাজানো হবে।

ঝাড়গ্রাম হাসপাতাল। (প্রতিকী ছবি)
ঝাড়গ্রাম হাসপাতাল। (প্রতিকী ছবি)
ঝাড়গ্রাম, রাজু সিং : নবনির্মিত ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সফলভাবে উত্তীর্ণ হল কেন্দ্রের পরীক্ষায়। এবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মুকুটে নতুন পালক যুক্ত হল। মূলত মা ও শিশুদের সুরক্ষা, হাসপাতালের পরিচ্ছন্নতা সহ বেশ কয়েকটি বিষয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা নিয়ে সমীক্ষা চালানো হয়। বিভিন্ন বিষয়গুলি নিয়ে সমীক্ষা চালায় কেন্দ্রে প্রতিনিধি দল।
জানা গিয়েছে, সেই সমীক্ষায় ৯২ শতাংশের বেশি নম্বর অর্জন করছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। যেহেতু এই পরীক্ষাটি কেন্দ্রীয়ভাবে হয়েছিল, তাই পরিকাঠামো বৃদ্ধির জন্য কেন্দ্রের পক্ষ থেকে আর্থিক অনুদান পাবে ঝাড়গ্রাম হাসপাতাল। ফলে হাসপাতাল আরও ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। যে খবরে খুব স্বাভাবিকভাবে খুশি ঝাড়গ্রাম জেলার মানুষ।
advertisement
আরও পড়ুন : হাটে শাড়ি সাজানো, কিন্তু ক্রেতা কোথায়? অনলাইনের দাপটেই কী মন্দা? চরম বিপাকে ব্যবসায়ীরা 
হাসপাতালকে ঢেলে সাজানো হলে আরও বাড়তি সুবিধা পাবেন জঙ্গলমহল ও পাশের রাজ্য ঝাড়খন্ডের বাসিন্দারা। শুধু ঝাড়গ্রাম নয়, আশেপাশের জেলা থেকে আসা মানুষজনও উন্নত চিকিৎসা পাবেন। তাঁরা একাধিক সুবিধা পাবেন চিকিৎসার ক্ষেত্রে।
advertisement
advertisement
আরও পড়ুন : বাহাদুর গরুর দাপট, এ এক আশ্চর্য খেলা! এমন ছুট আগে কোথাও দেখেছেন?
উল্লেখ্য, ঝাড়গ্রাম ছাড়াও আশপাশের এলাকা থেকে বহু মানুষ চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। পাশাপাশি ভিন রাজ্য ঝাড়খন্ড থেকেও অনেককে চিকিৎসা করাতে আসেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে আগামী দিনে আরও ভাল মানের পরিষেবা পাবে জেলাবাসী, এমনটাই আশা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'এই' মেডিকেল কলেজ পেল অবিশ্বাস্য নম্বর! বদলে যাবে চিকিৎসার চেহারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement