বাহাদুর গরুর দাপট, এ এক আশ্চর্য খেলা! এমন ছুট আগে কোথাও দেখেছেন?

Last Updated:
শুধুমাত্র কুলতলী নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মালিকরা তাদের গরু এখানে নিয়ে আসেন।
1/6
ভাল ফসল পেতেই গরু দৌড় নয় গরু দৌড়ের গরুকে ছুুটিয়ে অভিনব পুরস্কার জিতছেন কুলতলী এই গরু দৌড় প্রতিযোগিতায়। (তথ্য ছবি সুমন সাহা)
ভাল ফসল পেতেই গরু দৌড় নয়। গরু দৌড়ের গরুকে ছুুটিয়ে অভিনব পুরস্কার জিতছেন কুলতলীর প্রতিযোগিতায়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
গ্রাম বাংলার কৃষকরা বছরের এই বর্ষার মরশুমে তারা গরুর দৌড় দিয়ে থাকেন। মূলত জেলার বিভিন্ন প্রান্তের সুঠাম চেহারার তরতাজা গরু গুলো নিয়ে আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। (তথ্য ছবি সুমন সাহা)
গ্রাম বাংলার কৃষকরা বছরের এই বর্ষার মরশুমে গরুর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মূলত জেলার বিভিন্ন প্রান্তের সুঠাম চেহারার তরতাজা গরুগুলি নিয়ে আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
মূলত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতেই এই গরুর দৌড় অনুষ্ঠান হয়ে থাকে। কুলতলী ব্লকের জালাবেড়িয়ে এক নম্বর অঞ্চলের পালের চক গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে এই গরু দৌড় অনুষ্ঠিত হয়। (তথ্য ছবি সুমন সাহা)
মূলত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতেই এই গরু দৌড় অনুষ্ঠান হয়ে থাকে। কুলতলী ব্লকের জালাবেড়িয়ে এক নম্বর অঞ্চলের পালের চক গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে এই গরু দৌড় অনুষ্ঠিত হয়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
যেখানে শতাধিক কৃষক তাদের শুঠান চেহারার গরুগুলি এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আনেন। দুইটি পর্যায়ের গরু দৌড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে চমকপ্রদ পুরস্কারের ব্যবস্থা করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারীদের কে। (তথ্য ছবি সুমন সাহা)
যেখানে শতাধিক কৃষক তাদের সুঠাম চেহারার গরুগুলি এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আনেন। দুইটি পর্যায়ের গরু দৌড় অনুষ্ঠান হয়। এখানে চমকপ্রদ পুরস্কারের ব্যবস্থা করা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারীদের জন্য। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
আর এই গরু দৌড় প্রতিযোগিতা শুধুমাত্র কুলতলী নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরুর মালিকরা তাদের এই গরুকে এখানে নিয়ে আসেন শুধু পুরস্কার জিততেই নয়। এ এক অন্য নেশায় মাতেন তারা। (তথ্য ছবি সুমন সাহা)
আর এই গরু দৌড় প্রতিযোগিতা শুধুমাত্র কুলতলী নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরুর মালিকরা তাদের গরুকে এখানে নিয়ে আসেন। শুধু পুরস্কার জিততেই নয়, এ এক অন্য নেশায় মাতেন তারা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
সাধারণত বর্ষাতেই এই খেলার আয়োজন করা হয়। আর সেভাবে দেখা না গেলেও সুন্দরবনের হাতেগোনা কয়েকটা জায়গায় এই গরু দৌড় প্রতিযোগিতার দেখা মেলে আর যা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়।(তথ্য ছবি সুমন সাহা)
সাধারণত বর্ষাতেই এই খেলার আয়োজন করা হয়। আর সেভাবে দেখা না গেলেও সুন্দরবনের হাতেগোনা কয়েকটা জায়গায় এই গরু দৌড় প্রতিযোগিতার দেখা মেলে আর যা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
advertisement
advertisement