Mango: আমের নাম শুনলে জিভে জল আসে? এক ফোনেই হাজির হবে ৩০০ প্রজাতির আম

Last Updated:

না, এটা কোনও সরকারি প্রকল্প নয়। ঝালদার কৃষক হেমন্ত এবার আমের হোম ডেলিভারি ব্যবস্থা চালু করেছেন। এক ফোনেই বাড়িতে বসেই পেয়ে যাবেন সুস্বাদু বাগানের আম। ঝালদার মেটালা গ্রামের কৃষক হেমন্ত মাহাতই নিলেন এমন উদ্যোগ।

AI Image
AI Image
ঝালদা: বাঙালির যে আম কতটা প্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। হিমসাগর থেকে ল্যাংড়া, আম্রপালি থেকে ফজলি কিংবা গোলাপ খাস- আমের নাম শুনলেই জিভে জল আসে। আম পাকার অপেক্ষাও কেউ করে না। কাঁচা আমের টক থেকে শুরু হয় গ্রীষ্মকালে আমের যাত্রা। এবার সেই যাত্রা এগলো আরও এক ধাপ। দুয়ারে ফলের রাজা ( আম)।
না, এটা কোনও সরকারি প্রকল্প নয়। ঝালদার কৃষক হেমন্ত এবার আমের হোম ডেলিভারি ব্যবস্থা চালু করেছেন। এক ফোনেই বাড়িতে বসেই পেয়ে যাবেন সুস্বাদু বাগানের আম। ঝালদার মেটালা গ্রামের কৃষক হেমন্ত মাহাতই নিলেন এমন উদ্যোগ।
advertisement
advertisement
তাঁর আম বাগানে রয়েছে প্রায় ৩০০টি নানা প্রজাতির আম গাছ। হিমসাগর, আম্রপালি, মল্লিকা-সহ রয়েছে প্রায় দশ প্রকারের আম। সেই আমের স্বাদ নিতে অনেকেই পাড়ি দিচ্ছে সেই আম বাগানে। এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে সেই বাগানের আম। এবার সেই আমের স্বাদ বাড়িতে বসেই নিতে পারবেন। হেমন্তের দাবি এই বাগানের আমের স্বাদ নিতে চাইলে ফোন করলেই বাড়িতে বসেই পেয়েযাবেন সুস্বাদু আম।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango: আমের নাম শুনলে জিভে জল আসে? এক ফোনেই হাজির হবে ৩০০ প্রজাতির আম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement