Boeing 787-8 Dreamliner Price: ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ড্রিমলাইনার, বোয়িংয়ের তৈরি এই দানব বিমানের দাম কত? কেন এত কদর?

Last Updated:
স্বপ্ন উড়ানের ধ্বংসাবশেষ৷ ছবি- রয়টার্স
স্বপ্ন উড়ানের ধ্বংসাবশেষ৷ ছবি- রয়টার্স
কলকাতা: আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই চর্চায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান৷ যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে ড্রিমলাইনারকে স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিক দিয়ে একেবারে প্রথম সারিতেই রাখা হয়৷ বোয়িং সংস্থার তৈরি ড্রিমলাইনারও যে এমন খেলনার মতো ভেঙে পড়তে পারে, তা ভেবেই আতঙ্কিত বিমানযাত্রীরা৷
যেহেতু যাত্রী নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে ড্রিমলাইনার অনেকটাই এগিয়ে, স্বাভাবিক ভাবে এক একটি ড্রিমলাইনার বিমানের দামও আকাশছোঁয়া৷ বোয়িং সংস্থার তৈরি ৭৮৭ ড্রিমলাইনারেরও তিনটি মডেল রয়েছে৷ আহমেদাবাদে যে বিমানটি ভেঙে পড়েছে সেটি ড্রিমলাইনার ৭৮৭-৮৷ এই বিমানে ২৪৮ জন মতো যাত্রীর আসন রয়েছে৷ এ ছাড়াও ড্রিমলাইনার ৭৮৭-৯ এবং ৭৮৭-১০ মডেলের বিমান রয়েছে৷
advertisement
advertisement
ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানের দাম কত?
বিভিন্ন সংবাদসংস্থা এবং নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, এক একটি ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমানের দাম ২৪৮ মিলিয়ন মার্কিন ডলার৷ তবে সাধারণত বিমানসংস্থাগুলি একসঙ্গে একাধিক বিমানের বরাত দেয়৷ সেই কারণে দাম কিছুটা কমে৷ এ ছাড়াও বিমানসংস্থাগুলির সঙ্গে দাম নিয়ে বিমান নির্মাতা বোয়িংয়ের দর কষাকষি চলে৷ কোন বিমানসংস্থা বরাত দিচ্ছে, কীভাবে দর কষাকষি হচ্ছে তার উপর নির্ভর করে ৩০ থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়৷ শেষ পর্যন্ত একটি একটি বোয়িং বিমানের দাম নেমে আসে ১২৫ থেকে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে৷ ভারতীয় মুদ্রায় যা কমবেশি ১৫০০ কোটি টাকা৷
advertisement
কেন ড্রিমলাইনার আলাদা?
মূলত, দীর্ঘ যাত্রাপথ থাকে যে রুটগুলিতে, সেই সমস্ত রুটে ওড়ার জন্য আদর্শ ড্রিমলাইনার৷ হালকা ওজনের ৭৮৭-৮ মডেলের ড্রিমলাইনার একটানা ১৩৫৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে৷ সবথেকে বড় কথা, এই বিমান জ্বালানিও সাশ্রয় করে৷ ওজন হালকা হওয়ায় একই মাপের অন্যান্য যাত্রীবাহী বিমানের তুলনায় ড্রিমলাইনারে প্রায় ২০ শতাংশ জ্বালানি সাশ্রয় হয়৷ ২০১১ সালে ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলটি নিয়ে আসে বোয়িং৷
advertisement
ড্রিমলাইনারের ৭৮৭ যাত্রাপথে কোনও বাধা বা পাহাড় চূড়ো থাকলে তার থ্রি ডি ভিউ দেখতে পান পাইলটরা৷ ফলে আগে ভাগে সতর্ক হতে পারেন তাঁরা৷ ককপিটে জটিলতা কম থাকায় এই বিমান পাইলটদের পক্ষে পরিচালনা করাও সহজ পাইলটদের পক্ষে৷ ফলে যাত্রী নিরাপত্তার দিক থেকেও এই বিমান অনেকটা এগিয়ে৷ অতীতে ড্রিমলাইনার বিমান যে দুর্ঘটনার কবলে পড়েনি এমন নয়, তবে আহমেদাবাদের বিপর্যয়ের পর ড্রিমলাইনার সত্যিই কতটা নিরাপদ, তা নিয়ে গোটা বিশ্বেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Boeing 787-8 Dreamliner Price: ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ড্রিমলাইনার, বোয়িংয়ের তৈরি এই দানব বিমানের দাম কত? কেন এত কদর?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement