Boeing 787-8 Dreamliner Price: ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ড্রিমলাইনার, বোয়িংয়ের তৈরি এই দানব বিমানের দাম কত? কেন এত কদর?

Last Updated:
স্বপ্ন উড়ানের ধ্বংসাবশেষ৷ ছবি- রয়টার্স
স্বপ্ন উড়ানের ধ্বংসাবশেষ৷ ছবি- রয়টার্স
কলকাতা: আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই চর্চায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান৷ যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে ড্রিমলাইনারকে স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার দিক দিয়ে একেবারে প্রথম সারিতেই রাখা হয়৷ বোয়িং সংস্থার তৈরি ড্রিমলাইনারও যে এমন খেলনার মতো ভেঙে পড়তে পারে, তা ভেবেই আতঙ্কিত বিমানযাত্রীরা৷
যেহেতু যাত্রী নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে ড্রিমলাইনার অনেকটাই এগিয়ে, স্বাভাবিক ভাবে এক একটি ড্রিমলাইনার বিমানের দামও আকাশছোঁয়া৷ বোয়িং সংস্থার তৈরি ৭৮৭ ড্রিমলাইনারেরও তিনটি মডেল রয়েছে৷ আহমেদাবাদে যে বিমানটি ভেঙে পড়েছে সেটি ড্রিমলাইনার ৭৮৭-৮৷ এই বিমানে ২৪৮ জন মতো যাত্রীর আসন রয়েছে৷ এ ছাড়াও ড্রিমলাইনার ৭৮৭-৯ এবং ৭৮৭-১০ মডেলের বিমান রয়েছে৷
advertisement
advertisement
ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানের দাম কত?
বিভিন্ন সংবাদসংস্থা এবং নেটমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, এক একটি ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমানের দাম ২৪৮ মিলিয়ন মার্কিন ডলার৷ তবে সাধারণত বিমানসংস্থাগুলি একসঙ্গে একাধিক বিমানের বরাত দেয়৷ সেই কারণে দাম কিছুটা কমে৷ এ ছাড়াও বিমানসংস্থাগুলির সঙ্গে দাম নিয়ে বিমান নির্মাতা বোয়িংয়ের দর কষাকষি চলে৷ কোন বিমানসংস্থা বরাত দিচ্ছে, কীভাবে দর কষাকষি হচ্ছে তার উপর নির্ভর করে ৩০ থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়৷ শেষ পর্যন্ত একটি একটি বোয়িং বিমানের দাম নেমে আসে ১২৫ থেকে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে৷ ভারতীয় মুদ্রায় যা কমবেশি ১৫০০ কোটি টাকা৷
advertisement
কেন ড্রিমলাইনার আলাদা?
মূলত, দীর্ঘ যাত্রাপথ থাকে যে রুটগুলিতে, সেই সমস্ত রুটে ওড়ার জন্য আদর্শ ড্রিমলাইনার৷ হালকা ওজনের ৭৮৭-৮ মডেলের ড্রিমলাইনার একটানা ১৩৫৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে৷ সবথেকে বড় কথা, এই বিমান জ্বালানিও সাশ্রয় করে৷ ওজন হালকা হওয়ায় একই মাপের অন্যান্য যাত্রীবাহী বিমানের তুলনায় ড্রিমলাইনারে প্রায় ২০ শতাংশ জ্বালানি সাশ্রয় হয়৷ ২০১১ সালে ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলটি নিয়ে আসে বোয়িং৷
advertisement
ড্রিমলাইনারের ৭৮৭ যাত্রাপথে কোনও বাধা বা পাহাড় চূড়ো থাকলে তার থ্রি ডি ভিউ দেখতে পান পাইলটরা৷ ফলে আগে ভাগে সতর্ক হতে পারেন তাঁরা৷ ককপিটে জটিলতা কম থাকায় এই বিমান পাইলটদের পক্ষে পরিচালনা করাও সহজ পাইলটদের পক্ষে৷ ফলে যাত্রী নিরাপত্তার দিক থেকেও এই বিমান অনেকটা এগিয়ে৷ অতীতে ড্রিমলাইনার বিমান যে দুর্ঘটনার কবলে পড়েনি এমন নয়, তবে আহমেদাবাদের বিপর্যয়ের পর ড্রিমলাইনার সত্যিই কতটা নিরাপদ, তা নিয়ে গোটা বিশ্বেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Boeing 787-8 Dreamliner Price: ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ড্রিমলাইনার, বোয়িংয়ের তৈরি এই দানব বিমানের দাম কত? কেন এত কদর?
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement