Jaynagarer Moa: কনকচূড়েই লুকিয়ে জয়নগরের মোয়ার স্বাদ! এবার 'এই' এলাকাতেই পাওয়া যাচ্ছে মোয়া স্পেশ্যাল ধান, আর দূরে যেতে হবে না

Last Updated:

Jaynagarer Moa: কয়েকদিনের মধ্যে ধান তোলার কাজ শুরু হবে। এরপর সেই ধান রোদে ফেলে ও শিশিরে রেখে কড়াইয়ে তপ্ত বালিতে ভেজে খই হবে। সেই খই দিয়েই তৈরি হবে শীতের 'ডেলিকেসি' জয়নগরের মোয়া।

+
জয়নগরের

জয়নগরের মোয়া স্পেশ্যাল কনকচূড় ধান

জয়নগর, সুমন সাহাঃ জয়নগরের সুস্বাদু মোয়া তৈরির অন্যতম উপাদান কনকচূড় ধান। এই ধানের খই দিয়ে তৈরি হয় মোয়া। আগে সেই ধান সংগ্রহ করে আনতে মোয়া প্রস্তুতকারকদের দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ছুটতে হত। এই সমস্যা সমাধানে জয়নগর ১ নম্বর ব্লকের কৃষি বিভাগ ‘আতমা প্রকল্পের’ আওতায় ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল কনকচূড় ধানের বীজ। সেই বীজই এবার জয়নগরে চাষ করা হয়েছে। কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে মোয়া তৈরির প্রক্রিয়া।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এখন মোয়ার গুণগত মান বজায় রাখা ও উৎপাদন বাড়ানোর দিকে নজর দিয়েছে। মূলত রায়দিঘির কাশীনগর, মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরে কনকচূড় ধানের চাষ হয়। মোয়ার মরশুম শুরুর আগে এইসব এলাকা থেকে ধান নিয়ে গিয়ে মোয়া তৈরি শুরু হত। এতে খরচ বেশি পড়ার পাশাপাশি গুণগত মান বজায় রাখতে গিয়ে নানা সমস্যা হত।
advertisement
আরও পড়ুনঃ  বকখালিতে বুক ফাটা হাহাকার, সমুদ্রে নেমে কতদূর -কোথায় গেল কিশোর, কী করে কী হল
ব্যবসায়ীরা জানান, কনকচূড় ধানের উপর মোয়ার গুণগত মান নির্ভর করে। বাজারে এই ধানের ঘাটতি থাকায় অনেক অসাধু ব্যবসায়ী অন্য ধানের খই দিয়ে মোয়া তৈরি করতেন। এর সমাধানে ব্লক কৃষি বিভাগ কনকচূড় ধানের চাষ প্রসারের উদ্যোগ নিয়েছিল। সুফলও মিলছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক মোয়া ব্যবসায়ী বলেন, গত বছর আমাদের ৩ বিঘা জমিতে কনকচূড় ধান চাষ করেছিলাম। ভালই ফলন হয়েছে। তাই এই বছর আবারও চাষ করেছি। ফলে এবার আর দূরে ধান কিনতে যেতে হবে না। কয়েকদিনের মধ্যে ধান তোলার কাজ শুরু হবে। এরপর সেই ধান রোদে ফেলে ও শিশিরে রেখে কড়াইয়ে তপ্ত বালিতে ভেজে খই হবে। সেই খই দিয়েই তৈরি হবে শীতের ‘ডেলিকেসি’ জয়নগরের মোয়া।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagarer Moa: কনকচূড়েই লুকিয়ে জয়নগরের মোয়ার স্বাদ! এবার 'এই' এলাকাতেই পাওয়া যাচ্ছে মোয়া স্পেশ্যাল ধান, আর দূরে যেতে হবে না
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement