#জয়নগর: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হল এক নাবালিকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার ঢোষা- চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্যামনগর এলাকার ১৫ বছরের এক নাবালিকার গত বছরের অগস্ট মাসে ফেসবুকের মাধ্যমে আলাপ হয় উওর প্রদেশের মুজাফফর নগরের এক যুবকের সঙ্গে। আর এই আলাপ থেকে প্রেম-ভালবাসা তৈরি হয়। এবং সেই প্রেমের টানেই গত বছরের ১০ সেপ্টেম্বর ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোন সন্ধান না পেয়ে অবশেষে জয়নগর থানায় নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেন ওই নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার পুলিশ ওই কেসের তদন্তে নেমে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে নাবালিকার ফোনের লোকেশনের সূত্র ধরে উওর প্রদেশের মুজাফফর নগর এলাকার সন্ধান পান।
আরও পড়ুন: হঠাৎ ঝাঁকুনি, বিকট আওয়াজ, ভাঙা ফিসপ্লেট! বড় দুর্ঘটনা এড়াল ডাউন দত্তপুকুর লোকাল
আর কাল বিলম্ব না করে জয়নগর থানার পুলিশ উওরপ্রদেশের পুলিশের সাহায্য নিয়ে মুজাফফর নগরের এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে। শনিবার রাতেই তাকে জয়নগর থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই নাবালিকাকে ফুসলিয়ে বিয়ে করেছিল অভিযুক্ত যুবক। কিন্তু নাবালিকাকে পাচার করার জন্যই তাকে বিয়ের বন্ধনে আটকে রাখা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Uttar Pradesh, West Bengal news